ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

শঙ্কা দূর করে আর্জেন্টিনার ট্রেনিংয়ে মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
শঙ্কা দূর করে আর্জেন্টিনার ট্রেনিংয়ে মেসি ছবি: সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক ফুটবলে অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসার পর আর্জেন্টিনা দলের সঙ্গে ট্রেনিংয়ে যোগ দিয়েছেন লিওনেল মেসি। হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বার্সেলোনা তারকার খেলার ব্যাপারে আশাবাদী কোচ এডগার্দো বাউজা।

২০১৮ রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিতের মিশনে ঘরের মাঠে উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। শুক্রবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় ম্যাচটি শুরু হবে। পাঁচদিন পর (বুধবার ভোর ৫টা) আলবিসেলেস্তেদের আতিথ্য জানাবে ভেনেজুয়েলা।

লা লিগায় অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ১-০ গোলে জয়ের পর গত সোমবার (২৯ আগস্ট) বার্সার ট্রেনিং গ্রাউন্ডে মেসির পরীক্ষা করানো হয়। ক্লাবের পক্ষ থেকে হ্যামস্ট্রিং সমস্যা নিশ্চিত করা হলেও আর্জেন্টিনায় উড়াল দেওয়ার সবুজ সংকেত পান পাঁচবারের ব্যালন ডি’র জয়ী।

কোপা আমেরিকার ফাইনালে স্বপ্নভঙ্গের পর ‘সংক্ষিপ্ত’ অবসর শেষে মেসির জন্য এটি হবে বহুল প্রত্যাশিত প্রত্যাবর্তন। সে লক্ষ্যে সতীর্থদের সঙ্গে ট্রেনিং করেন ২৯ বছর বয়সী এ ফুটবল আইকন। দলের সেরা তারকার ফিটনেস নিয়ে আশার কথাই শোনালেন বাউজা, ‘মেসি ঠিক আছে। আমরা তার সঠিক যত্ন নিচ্ছি। আমার বিশ্বাস, উরুগুয়ে ম্যাচের জন্য সে সম্পূর্ণ ফিট থাকবে। ’

সোস্যাল মিডিয়ায় ট্রেনিংয়ের ছবি পোস্ট করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তবে মেসির ফিটনেস নিয়ে এখনো কোনো অফিসিয়াল ঘোষণা দেওয়া হয়নি। এর আগে ইনজুরির কারণে সার্জিও আগুয়েরো ও হাভিয়ের পাস্তোরের এ দু’টি ম্যাচে অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছিল এএফএ।  

দক্ষিণ আমেরিকা অঞ্চলের ১০ দলের বাছাইপর্বে ছয় ম্যাচ শেষে তিন জয়, দুই ড্র ও এক পরাজয়ে ১১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আর্জেন্টিনা। সমান ম্যাচে শীর্ষে থাকা উরুগুয়ের সংগ্রহ ১৩। সমান পয়েন্টে গোল ব্যবধানে পিছিয়ে থেকে দুইয়ে ইকুয়েডর। ১০ পয়েন্টে চারে চিলি। ছয়ে ব্রাজিল। এক পয়েন্ট এগিয়ে থেকে সেলেকাওদের উপরে কলম্বিয়া (১০)। এর পরেই যথাক্রমে প্যারাগুয়ে (৯), পেরু (৪), বলিভিয়া (৩), ভেনেজুয়েলা (১)।  

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।