ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আগুয়েরোর আপিলের সময় বাড়ালো এফএ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৬
আগুয়েরোর আপিলের সময় বাড়ালো এফএ ছবি: সংগৃহীত

ঢাকা: তিন ম্যাচ নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করতে বাড়তি ২৪ ঘণ্টা সময় পেয়েছেন সার্জিও আগুয়েরো। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ইংল্যান্ডের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা (বাংলাদেশ সময় রাত ১১টা) পর্যন্ত সময় বেধে দিয়েছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

নির্ধারিত সময়ের মধ্যে কোনো জবাব না দিলে এই নিষেধাজ্ঞাই বলবৎ থাকবে। আর আপিল করলেও যদি দোষী সাব্যস্ত হন তবে পরবর্তী তিনটি ম্যাচে আর্জেন্টাইন তারকাকে পাবে না ম্যানচেস্টার সিটি। এর মধ্যে রয়েছে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হাইভোল্টেজ ডার্বি ম্যাচ। অবশ্য বুরুশিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে (১৩ সেপ্টেম্বর দিবাগত ‍রাত পৌনে ১টা) চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে কোনো বাধা নেই।

মাঠে অখেলোয়াড়সুলভ আচরণের দায়ে আগুয়েরোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে এফএ। গত রোববার (২৮ আগস্ট) ঘরের মাঠে ৩-১ গোলে জেতা ম্যাচটিতে ওয়েস্টহাম সেন্টারব্যাক উইন্সটন রেইডকে কনুই দিয়ে আঘাত করেন আগুয়েরো। তবে সেটি রেফারি আন্দ্রে মেরিনারের চোখে পড়েনি। এমনকি তিনি ম্যাচ রিপোর্টেও তা উল্লেখ করেননি। কিন্তু টেলিভিশন রিপ্লেতে ঘটনাটি পরিষ্কার ধরা পড়ে।

আগামী শনিবার (১০ সেপ্টেম্বর) ওল্ড ট্রাফোর্ডে ম্যানইউর মুখোমুখি হবে ম্যানসিটি। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়। এক সপ্তাহ পর (১৭ সেপ্টেম্বর রাত ৮টা) বোর্নমাউথ ম্যাচ। এর তিনদিন বাদে (২০ সেপ্টেম্বর দিবাগত রাত পৌনে ১টা) সোয়ানসির বিপক্ষে মাঠে নামবে সিটিজেনরা।

প্রসঙ্গত, ওয়েস্ট হাম ম্যাচটিতে পায়ের ইনজুরিতে ভুগে খেলার শেষদিকে মাঠ ছাড়েন আগুয়েরো। এর জের ধরে উরুগুয়ে ও ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ ‍বাছাইপর্বের স্কোয়াড (২ ও ৭ সেপ্টেম্বর) থেকে ছিটকে পড়েন ২৮ বছর বয়সী এ ফরোয়ার্ড।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৬
এমআরএম

** 
তিন ম্যাচ নিষিদ্ধ আগুয়েরো

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।