ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ডেইলি স্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাভিশন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৬
ডেইলি স্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাভিশন

ঢাকা: ডিআরইউ মিডিয়া কাপ ফুটবলের ফাইনালে ডেইলি স্টারকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাভিশন। বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) বেলা ১২টায় শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

ম্যাচের নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় টাইব্রেকারে ফলাফল নির্ধারিত হয়। ম্যাচ সেরা হয়েছেন বাংলাভিশনের গোলরক্ষক দিপন দেওয়ান। চ্যাম্পিয়ন দল ট্রফি ও চল্লিশ হাজার টাকা এবং রানার্স আপ দল ট্রফি ও বিশ হাজার টাকার চেক লাভ করে। উভয় দলের খেলোয়াড়দের ব্যক্তিগত মেডেল দেয়া হয়।

এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা উভয়কে ট্রফি ও পাঁচ হাজার টাকা করে অর্থ পুরস্কার প্রদান করা হয়। সেমি-ফাইনালে পরাজিত দুই দল এটিএন বাংলা এবং সংবাদ প্রতিদিনকে পাঁচ হাজার টাকা করে অর্থ পুরস্কার দেয়া হয়।

এর আগে, সকালে প্রথম সেমি-ফাইনালে টাইব্রেকারে বাংলাভিশন ১-০ গোলে এটিএন বাংলাকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন বাংলাভিশনের গোলরক্ষক দিপন দেওয়ান। দ্বিতীয় সেমি-ফাইনালে ডেইলি স্টার ৩-০ গোলে সংবাদ প্রতিদিনকে হারিয়ে ফাইনালে উঠে। ম্যাচ সেরা হয়েছেন ডেইল স্টারের আল আমিন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডিআরইউ সাধারণ সম্পাদক রাজু আহমেদের উপস্থাপনায় সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি জামাল উদ্দীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরইউ’র সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জামাল হোসাইন, দপ্তর সম্পাদক মেহ্দী আজাদ মাসুম, সাংস্কৃতিক সম্পাদক মনিরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য শফিকুল ইসলাম শামীম, ক্রীড়া উপ কমিটির সদস্য সচিব আমিনুল হক মল্লিক, অজয় বড়ুয়া, কাজী শহীদুল আলম ও সাহাবউদ্দিন সাহাব।

টুর্নামেন্টের বিভিন্ন তথ্য:
চ্যাম্পিয়ন: বাংলাভিশন, রানার্স-আপ: ডেইলি স্টার ফাইনালের সেরা খেলোযাড়: দিপন দেওয়ান (বাংলা ভিশন) ফেয়ার প্লে ট্রফি: এটিএন বাংলা
সর্বোচ্চ গোলদাতা: রাহাত মিনহাজ (যমুনা টিভি, ৫ গোল) টুর্নামেন্টের সেরা খেলোয়াড়: মনিরুজ্জামান উজ্জ্বল (বাংলাভিশন)
সেরা উদীয়মান খেলোয়াড়: আবদুল্লা সাফি (রেডিও টুডে)।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ০১ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।