ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

যে কারণে দলে নেই মামুনুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৬
যে কারণে দলে নেই মামুনুল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের স্বার্থ না দেখে নিজ কর্মস্থল বাংলাদেশ নৌবাহিনীকে অগ্রাধিকার দেয়ায় ভুটানের বিপক্ষে ম্যাচে জাতীয় দল থেকে অধিনায়ক মামুনুল ইসলাম বাদ পড়েছেন। সোমবার (৫ সেপ্টেম্বর) ‍বিকেলে গণমাধ্যমকে একথা জানান বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খন্ডকালীন বেলজিয়ান কোচ টম সেইন্টফিট।

    

বাংলাদেশ নৌবাহিনীর হয়ে খেলে থাকেন জাতীয় দলের অধিনায়ক মামুনুল ইসলাম। জাতীয় দলের ক্যাম্প চলাকালীন সেখানে খেলতে গিয়েছিলেন সতীর্থ নাসির উদ্দিন, জুয়েল রানা, সোহেল রানা, রায়হান হাসান ও শহীদুলকে নিয়ে। কিন্তু নৌবাহিনীর খেলা শেষ করে মামুনুল জাতীয় দলের ক্যাম্পে ফিরেছেন ইনজুরি নিয়ে।

ফলে এক সপ্তাহ জাতীয় দলের সাথে অনুশীলন করতে পারেননি। সঙ্গত কারণেই বাদ পড়েছিলেন গত ১ সেপ্টেম্বর মালেতে অনুষ্ঠিত মালদ্বীপের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে। এবার বাদ পড়লেন ভুটানের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্ব প্লে অফ-২ এর হোম ম্যাচ থেকেও।

আর স্কোয়াডে না থাকায় সোমবার সকালেই অবসরের সিদ্ধান্ত জানান মামুনুল।

তবে মামুনুলের অবসরের সিদ্ধান্ত কোচকে এতটুকু অবাক করেনি। দেশসেরা এই ফুটবলার না থাকায় ভুটানের বিপক্ষে ম্যাচ নিয়ে মোটেও বিচলিত নন কোচ।

তিনি জানান, ‘আমি জানি মামুমুল বাংলাদেশের সেরা প্লেয়ার। সে তার নৈপুণ্য দিয়ে এদেশেকে সুনাম ও সুখ্যাতি এনে দিয়েছে। আমি তাকে সম্মান করি। কিন্তু যে কারণে আমি তাকে দলে রাখিনি সেটি হলো, সপ্তাহ দুয়েক আগে জাতীয় দলের অনুশীলন চলাকালীন দলের ৫ খেলোয়াড় ক্যাম্প ছেড়ে অন্যত্র খেলতে চলে গিয়েছিল। এটা আমার কিছুতেই বোধগম্য নয়, দেশের থেকে অন্যত্র খেলাটা কিভাবে বড় হতে পারে? আমি এটা এখনও বুঝতে পারছি না। আর ভবিষ্যতেও বুঝবো না। ’

বেলজিয়ান কোচ আরও জানান, ‘আমি আমার কোচিং ক্যারিয়ারে এমন ঘটনা দেখিনি। আর বিশ্বের কেউ দেখেছে কী না আমার সন্দেহ আছে। আপনারা যদি কেউ এমন ঘটনা দেখে থাকেন তাহলে আমাকে জানান। আমি ভেবে পাই না, কিভাবে ওরা এটা পারলো। তাছাড়া, মামুনুল যখন জাতীয় দলে ফিরেছে তখন সে ইনজুরি নিয়েই ফিরেছে। ফলে গেল এক সপ্তাহ দলের সাথে সে অনুশীলন করতে পারেনি। মালদ্বীপের বিপক্ষে ম্যাচেও সে অংশ নিতে ব্যর্থ হয়। দেশের প্রয়োজনে দেশ তাকে পাশে পায়নি। সে কীভাবে পরবর্তীতে জাতীয় দলে জায়গা পাবে?’

‘দ্বিতীয় ব্যাপার হলো, তার জায়গায় আব্দুল্লাহ এসেছে। সে মালদ্বীপের বিপক্ষে দারুণ খেলেছে। ঠিক আমি যেভাবে চেয়েছি, সেভাবে। মামুনুল শতভাগ ফিট নয়, তাই দলে নেই। ’ যোগ করেন সেইন্টফিট।

বাংলাদেশ সময়: ২০১০ ঘন্টা, ০৫ সেপ্টেম্বর ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।