ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

পিছিয়ে থেকেও পয়েন্ট বাঁচালো আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৬
পিছিয়ে থেকেও পয়েন্ট বাঁচালো আর্জেন্টিনা ছবি: সংগৃহীত

ঢাকা: রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে স্বাগতিক ভেনেজুয়েলার বিপক্ষে আতিথ্য নেওয়া আর্জেন্টিনা ২-২ গোলে ড্র করেছে। পয়েন্ট ভাগাভাগি করে নেওয়া ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও সমতায় ফেরে গত বিশ্বকাপের রানার্সআপরা।

স্তাদিও অলিম্পিকো মেট্টোপলিটানো দি মেরিডায় আলবেসেলিস্তাদের আতিথিয়েতা জানায় ভেনেজুয়েলা।

আর্জেন্টিনার হয়ে এ ম্যাচে ইনজুরির কারণে মাঠে নামতে পারেননি নিয়মিত অধিনায়ক লিওনেল মেসি। চোট নিয়েই আগের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলেছিলেন অবসর ভেঙে জাতীয় দলে ফিরে আসা এ তারকা। সে ম্যাচে তার একমাত্র গোলেই জয় পায় এদগার্দো বাউজার শিষ্যরা। একই সঙ্গে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে নামতে পারেননি ক্রমেই মেসির উত্তরসূরি হিসেবে পরিচিতি লাভ করা পাওলো দিবালা। গত ম্যাচে তিনি লাল কার্ড দেখেছিলেন।

এ ম্যাচের আগে দু’দলের শেষ ১২ বারের দেখায় ১১টি ম্যাচেই জয় তুলে নিয়েছিল আর্জেন্টিনা। ২০১১ সালের অক্টোবরে ভেনেজুয়েলা একমাত্র জয়টি পেয়েছিল।

মেসি-দিবালাকে ছাড়া আর্জেন্টাইনদের আক্রমণভাগে নেতৃত্ব দেন এরিক লামেলা, এভার বানেগা আর প্রাতো। তবে, শুরুর একাদশে আরও ছিলেন গোলরক্ষক সার্জিও রোমেরো, জাবালেতা, অতামেন্ডি, ফুনেস মোরি, মার্কোস রোহো, লুকাস বিগলিয়া, হাভিয়ের মাশ্চেরানো এবং ডি মারিয়া।

ম্যাচের শুরু থেকে সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়েন, হাভিয়ের পাস্তোরে আর এজিকুয়েল লাভেজ্জির অভাববোধ করতে থাকে গত বিশ্বকাপের রানার্সআপরা। ১৬তম মিনিটে এভার বানেগার ৩০ গজ দূর থেকে নেওয়া শট ভেনেজুয়েলার গোলপোস্টের বাইরে দিয়ে চলে যায়।

২০তম মিনিটে রোহোর দারুণ পাস থেকে বল পান ডি মারিয়া। সেখান থেকে বল গিয়ে পড়ে আগুয়ান প্রাতোর পায়ে। তবে, নতুন এই আর্জেন্টাইন তারকা ভেনেজুয়েলার বক্সে সুবিধা আদায় করতে পুরোপুরি ব্যর্থ হলে গোলবঞ্চিত হয় এদগার্দো বাউজার শিষ্যরা। বরং দুই মিনিট পরেই কাউন্ডার অ্যাটাকে ভেনেজুয়েলার তারকা রোনদোনের আক্রমণ ঠেকাতে কেঁপে উঠেছিল অথিতিরা। ৩২ মিনিটের মাথায় আবারো গোলের সুযোগ হাতছাড়া করেন প্রাতো।

৩৫ মিনিটের মাথায় লিড নেয় ভেনেজুয়েলা। স্বাগতিকদের হয়ে গোল করেন হুয়ান পাবলো অ্যাকোস্টা। রোনদনের ক্রস থেকে বল পেয়ে দুর্দান্ত গোল করেন তিনি। ফলে, ১-০ তে এগিয়ে যায় স্বাগতিকরা। ৩৯ মিনিটে মার্টিনেজের শট জাবালেতা ফিরিয়ে না দিলে ২-০ ব্যবধানে এগিয়ে যেতে পারতো ভেনেজুয়েলা। প্রথমার্ধের বাকি সময় আর কোনো গোল না হলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিক ভেনেজুয়েলা।

বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে আর্জেন্টাইনরা। গত জুনে কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেবার আর্জেন্টাইনরা ৪-১ গোলের সহজ জয় তুলে নিয়েছিল।

৫৩ মিনিটে দ্বিতীয়বারের মতো লজ্জায় পড়তে হয় আর্জেন্টিনাকে। রোনদনের দারুণ অ্যাসিস্ট থেকে ভেনেজুয়েলাকে দ্বিতীয়বারের মতো লিড পাইয়ে দেন আলেকজান্ডার মার্টিনেজ (২-০)।   রোমেরোকে পুরোপুরি বোকা বানিয়ে ডানপায়ের আলতো শটে গোল করেন তিনি। খেলার ৫৮তম মিনিটে ব্যবধান কমান আর্জেন্টিনার প্রাতো। তার শটটি স্বাগতিকদের ডিফেন্সে বাঁধা পেলেও দ্বিতীয়বারের প্রচেষ্টায় স্কোর করতে সফল হন তিনি। ফলে, স্কোর দাঁড়ায় ২-১।

৬৬ মিনিটে ভেনেজুয়েলার গোলরক্ষক দলকে বাঁচাতে দারুণ একটি সেভ করেন। ডি মারিয়ার জোরালো শট ফিরিয়ে দেন তিনি। এক মিনিট পর লামেলার বদলি হিসেবে মাঠে নামেন মার্টিন কোরেয়া। ৭১ মিনিটে বিগলিয়ার বদলি হয়ে মাঠে নামেন নিকোলাস।

৮৩ মিনিটে সমতায় ফেরে আর্জেন্টিনা। অতামেন্ডির গোলে ম্যাচে বাউজার শিষ্যরা। ডি মারিয়ার কর্নার থেকে উড়ে আসা বল গিয়ে পড়ে অতামেন্ডির সামনে, আন্তর্জাতিক ক্যারিয়ারে তৃতীয় গোলটি করতে ভুল করেননি তিনি। স্কোর দাঁড়ায় ২-২।

ম্যাচের বাকিটা সময়ে আর কোনো গোল না হলে এই স্কোর নিয়ে মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনা-ভেনেজুয়েলাকে। বাছাইপর্বের অষ্টম ম্যাচ শেষে আর্জেন্টাইনদের পয়েন্ট গিয়ে দাঁড়ালো ১৫। শীর্ষে থাকা উরুগুয়ের পয়েন্ট ১৬।

বাংলাদেশ সময়: ০৭৩৮ ঘন্টা, ০৭ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।