ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

নেইমার-মিরান্ডার গোলে ব্রাজিলের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৬
নেইমার-মিরান্ডার গোলে ব্রাজিলের জয় ছবি: সংগৃহীত

ঢাকা: রাশিয়া বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলের ব্যবধানে জেতালেন নেইমার। কলম্বিয়ার বিপক্ষে এগিয়ে থেকেও আত্মঘাতী গোলের কারণে পয়েন্ট হাতছাড়া করতে যাওয়া ব্রাজিলকে জয়সূচক গোলটি পাইয়ে দেন নেইমার।

অ্যারিনা অ্যামাজোনিয়া, মানাসে শক্তিশালী কলম্বিয়াকে আমন্ত্রণ জানায় সেলেকাওরা। বাংলাদেশ সময় সকাল পৌনে সাতটায় শুরু হয় ম্যাচটি।

ইতিহাসে প্রথমবারের মতো অলিম্পিকে স্বর্ণ জেতার পর বাছাইপর্বে ইকুয়েডরকে ৩-০ গোলে হারায় নেইমাররা। এ ম্যাচে মাঠে নামার আগে দু’দলের শেষ পাঁচ সাক্ষাতে দুটি ম্যাচ জিতে এগিয়ে ছিল ব্রাজিল। একটি জিতেছিল কলম্বিয়া। বাকি দুটি ম্যাচ ড্র হয়।

ব্রাজিলের হয়ে শুরুর একাদশে মাঠে নামেন আলিসন, নতুন দলপতি দানি আলভেজ, মারকুইনহোস, মিরান্ডা, মার্সেলো, রেনাতো আগুস্টো, ক্যাসেমিরো, পাওলিনহো, উইলিয়ান, গ্যাব্রিয়েল জেসুস এবং নেইমার। অপরদিকে, কলম্বিয়ার হয়ে মাঠে ছিলেন অসপিনা, ডিয়াজ, সানচেজ, জেমস রদ্রিগেজ, তোরেস, মুরিয়েল আর বাক্কার মতো তারকারা।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই লিড নেয় ব্রাজিল। মিরান্ডার গোলে এগিয়ে যায় তিতের শিষ্যরা। স্বাগতিকদের হয়ে প্রথম গোল করতে মিরান্ডাকে বলের যোগান দেন নেইমার। ৩৩ মিনিটে আরেকবার এগিয়ে যাবার সুযোগ পেয়েছিল ব্রাজিল। তবে, নিজেদের ভুলে গোলের দেখা পাননি নেইমার-পাওলিনহো।

খেলার ৩৬ মিনিটের মাথায় সমতায় ফেরে কলম্বিয়া। মারকুইনহোসের ভুলে ম্যাচে ফেরার সুযোগ পায় অতিথিরা। ব্রাজিল তারকার আত্মঘাতী গোলের সুবাদে সমতায় ফেরে কলম্বিয়ানরা।

প্রধমার্ধে ১-১ গোলের সমতা ধরে বিরতি যায় দুই দল।

বিরতির পর এগিয়ে যাওয়া লড়াইয়ে কলম্বিয়ান তারকা রদ্রিগেজ কাঁপিয়ে দিয়েছিলেন স্বাগতিকদের। তবে, ৫৩ মিনিটে তার নেওয়া জোরালো শটটি ব্রাজিলের গোলবারের পাশ দিয়ে জালে জড়ায়। ৫৫ মিনিটে উইলিয়ানের সহায়তায় বল পাওয়া রেনাতোর শট রুখে দেন কলম্বিয়ান গোলরক্ষক অসপিনা।

৭৪ মিনিটের মাথায় দ্বিতীয়বার এগিয়ে যায় ব্রাজিল। দলের সেনসেশন নেইমারের গোলে ফের লিড নেয় সেলেকাওরা। ফিলিপ কোউতিনহোর অ্যাসিস্ট থেকে গোল করেন বার্সা তারকা। ৭৮ মিনিটে কোউতিনহো ব্রাজিলকে তৃতীয়বারের মতো এগিয়ে নেওয়ার চেষ্টা করলেও তাতে সফল হননি।

ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে নেইমার-আলভেজদের ব্রাজিল। এ ম্যাচে জয়ের ফলে আট ম্যাচ খেলে ব্রাজিল সংগ্রহ করলো ১৫ পয়েন্ট। সমান ম্যাচে আর্জেন্টিনারও পয়েন্ট ১৫। শীর্ষে থাকা উরুগুয়ের পয়েন্ট ১৬। গোল ব্যবধানে এগিয়ে থেকে দুইয়ে ব্রাজিল।

বাংলাদেশ সময়: ০৯০২ ঘণ্টা, ০৭ সেপ্টেম্বর ২০১৬

এমআরপি

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।