ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আর্সেনালে ওয়েঙ্গারের উত্তরসূরি সিমিওন!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৬
আর্সেনালে ওয়েঙ্গারের উত্তরসূরি সিমিওন! ছবি: সংগৃহীত

ঢাকা: দীর্ঘ ২০ বছর ধরে আর্সেনালের কোচের দায়িত্ব পালন করে আসছেন আর্সেন ওয়েঙ্গার। চলতি মৌসুম শেষেই তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে।

গুঞ্জন উঠছে, ওয়েঙ্গার বিদাল নিলে তার স্থলাভিষিক্ত হতে পারেন বোর্নমাউথ কোচ এডি হাউয়ি। কিন্তু আর্সেনাল কিংবদন্তি রে পার্লারের বেছে নিচ্ছেন দিয়েগো সিমিওনকে।

পার্লারের মতে, প্রতিভাবান বিদেশি খেলোয়াড়দের আকৃষ্ট করতে লড়াই করতে হবে হাউয়িকে। সেক্ষেত্রে অ্যাতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন কোচ সিমিওনকে উপযুক্ত মনে করছেন তিনি।

এক সাক্ষাৎকারে গানারদের হয়ে ৩৩৩টি লিগ ম্যাচ খেলা পার্লার বলেন, ‘শীর্ষ লেভেরের বিদেশি খেলোয়াড়দের আকৃষ্ট করার জন্য তার (হাউয়ি) মধ্যে যথেষ্ট দক্ষতা আছে বলে আমি মনে করি না। সে বোর্নমাউথের হয়ে দারুণ কাজ করছে এবং ভবিষ্যতে আর্সেনালের কোচ হতে পারে। কিন্তু আমি মনে করি, আরো সময় প্রয়োজন ‍কারণ, এ মুহূর্তে এটা তার জন্য অতি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। ’

‘সিমিওন লা লিগা ছাড়বেন কিনা তা আমরা জানি না। কিন্তু আমি নিশ্চিত যে, গার্দিওলা, মরিনহো, ক্লপের মতো কোচদের বিপক্ষে প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা নিয়ে চাইবেন। চলতি মৌসুম শেষে আর্সেনাল কোচ পরিবর্তন করলে সিমিওন ফেভারিট থাকবেন। ’-যোগ করেন সাবেক ইংলিশ মিডফিল্ডার পার্লার।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।