ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বায়ার্নে রিবেরির টিকে থাকার লড়াই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৬
বায়ার্নে রিবেরির টিকে থাকার লড়াই ছবি: সংগৃহীত

ঢাকা: বায়ার্ন মিউনিখের হয়ে দশম মৌসুমে খেলছেন ফ্রাঙ্ক রিবেরি। ২০১৬-১৭ মৌসুম শেষেই তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে।

ক্লাবের পক্ষ থেকে নতুন প্রস্তাব পাওয়ার ব্যাপারে আশাবাদী সাবেক ফ্রেঞ্চ তারকা।

চুক্তির মেয়াদ শেষের পরই অ্যালিয়াঞ্জ অ্যারেনায় এক দশক পূর্ণ হবে রিবেরির। গত কয়েক মৌসুমে ইনজুরির সঙ্গে লড়াই করতে হয়। কিন্তু আপাতদৃষ্টিতে পূর্ণ ফিটনেস ফিরে পেয়েছেন ৩৩ বছর বয়সী এ অ্যাটাকিং মিডফিল্ডার। তাতেই নতুন মৌসুমে নিজের সেরা পারফরম্যান্স দিয়ে চুক্তি নবায়ন অর্জন করে নিতে চান তিনি।

এক সাক্ষাৎকারে রিবেরি বলেন, ‘হয়তো আমি এখানে আরো দুই থেকে তিন বছর থাকবো। আমি জানি না কী ঘটবে। ভালো ফর্মে আছি, সামনে আরো ভালো করবো। চুক্তি নবায়নের মাধ্যমে আগামী মৌসুমেও বায়ার্নের হয়ে খেলার ব্যাপারে আশাবাদী। ’

পাঁচবারের ইউরোপিয়ান কাপ চ্যাম্পিয়নদের জার্সিতে ক্যারিয়ারের দ্বিতীয় চ্যাম্পিয়নস লিগ জেতার স্বপ্ন দেখছেন রিবেরি। সবশেষ ২০১৩ সালে ট্রফি ঘরে নেওয়ার পর গত তিন মৌসুমেই সেমিফাইনাল থেকে বিদায় নেয় জার্মান জায়ান্টরা।

তবে এবার আর নিরাশ হতে চান না রিবেরি, ‘আমরা সব কিছু জিততে চাই। আমাকে যদি বুন্দেসলিগা ও চ্যাম্পিয়নস লিগ থেকে একটি বাছাই করতে বলা হয় তবে আমি চ্যাম্পিয়নস লিগের সিদ্ধান্তই নিব। কারণ এটা আরো বেশি স্পেশাল। যদিও বুন্দেসলিগাও বিশেষ কিছু। আমি আশাবাদী, এ মৌসুমে আমরা সব শিরোপাই জিতবো। ’

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।