ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রাতে মাঠে নামছে রিয়াল-বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৬
রাতে মাঠে নামছে রিয়াল-বার্সা ছবি: সংগৃহীত

ঢাকা: পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠার মিশনে ভিন্ন ম্যাচে মাঠে নামছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এখন যেটি লাস পালমাসের দখলে।

এ ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করতে পারেন অলিম্পিক হিরো নেইমার ও ইনজুরি কাটিয়ে ওঠা ক্রিস্টিয়ানো রোনালদো। পায়ের ইনজুরিতে লিওনেল মেসির খেলা নিয়ে একটা শঙ্কা থাকলেও মাঠে নামতে প্রস্তুত আর্জেন্টাইন আইকন।

শনিবার (১০ সেপ্টেম্বর) সান্তিয়াগো বার্নাব্যুতে ওসাসুনাকে আতিথ্য দেবে রিয়াল মাদ্রিদ। টানা দুই ম্যাচেই হোঁচট খাওয়া রিয়ালের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদের প্রতিপক্ষ সেল্টা ভিগো। ন্যু ক্যাম্পে দোপোর্তিভো আলাভেসের মুখোমুখি হবে বার্সা। বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচটি তিনটি শুরু হবে যথাক্রমে রাত ৮টা, বিকেল ৫টা, দিবাগত রাত সাড়ে ১২টায়।

ট্রান্সফার নিষেধাজ্ঞা মাথায় নিয়েই মাঠে নামতে হচ্ছে রিয়াল-অ্যাতলেতিকোকে! দু’দিন আগে এক বছরের ট্রান্সফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা আপিল খারিজ করে দেয় ফিফা। ওসাসুনা ম্যাচ সামনে রেখে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এ নিয়ে বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়াই ব্যক্ত করেন রিয়াল কোচ জিনেদিন জিদান। তবে ব্যাপারটি খুব শিগগিরই সমাধান হবে বলেও আশাবাদী ফ্রেঞ্চ কিংবদন্তি। নিষেধাজ্ঞার বিরুদ্ধে সর্বোচ্চ ক্রীড়া আদালতে আপিল করবে স্প্যানিশ জায়ান্টরা।

পায়ের ইনজুরি নিয়ে সম্প্রতি আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে খেললেও ভেনেজুয়েলা ম্যাচ মিস করেন মেসি। সে ‍যাই হোক, আলাভেসের বিপক্ষে তার মাঠে নামাটা অনেকটাই নিশ্চিত। ব্রাজিলকে অধরা অলিম্পিক গোল্ড এনে দেওয়ার নায়ক নেইমার ক্লাবের জার্সিতে নতুন মৌসুম শুরু করার অপেক্ষায়। প্রথম একাদশেই থাকতে পারেন ব্রাজিলিয়ান সেনসেশন।  অনুশীলনে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় খেলতে পারছেন না গোলরক্ষক স্টেগেন।

অন্যদিকে, ক’দিন আগেই একটি প্রচারণামূলক ইভেন্টে ওসাসুনা ম্যাচে খেলার বিষয়টি নিশ্চিত করেন রোনালদো। ইউরোর ফাইনালের (১১ জুলাই) পর থেকেই প্রতিযোগিতামূলক ম্যাচের বাইরে পর্তুগিজ অধিনায়ক। জিদানও তার সেরা ‘অস্ত্রের’ খেলার ব্যাপারটি নিশ্চিত করেছেন। ইনজুরি কাটিয়ে ফিরতে পারেন করিম বেনজেমা।

আন্তর্জাতিক ব্যস্ততা কাটিয়ে ফেরা মার্সেলো, ক্যাসেমিরো ও জেমস রদ্রিগেজ বিশ্রামে থাকবেন। ইনজুরিতে এ ম্যাচটিতে ছিটকে গেছেন দলের নিয়মিত গোলরক্ষক কেইলর নাভাস।

বার্সা ও রিয়ালের লড়াইটা হবে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিয়ে। দুই ম্যাচ শেষে পূর্ণ ছয় পয়েন্টে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তিনে গ্যালাকটিকোরা। এ সুবিধা কাজে লাগিয়ে সবার উপরে অবস্থান করছে লাস পালমাস। জয়ের ধারা অব্যাহত রাখার চ্যালেঞ্জে এবার তারা সেভিয়ার মাঠে নামবে (রাত সোয়া ১০টা)।

ঘরের মাঠে অালাভেসের বিপক্ষে ১১টি লিগ ম্যাচের মধ্যে একটিতে (০-১, ফেব্রুয়ারি ২০১০) হেরেছে বার্সা। কাতালানদের বিপক্ষে শেষ তিন ম্যাচে একবারও জালের দেখা পায়নি তারা। এক ম্যাচে গোলহীন থেকে মাঠ ‍ছাড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আলাভেসের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে, ন্যু ক্যাম্পে নিজেদের শেষ তিনটি লিগ ম্যাচেই অন্তত পাঁচবার করে গোল উদযাপনে মাতে লুইস এনরিকের বার্সা।

অন্যদিকে, লা লিগায় ওসাসুনার বিপক্ষে এখন পর্যন্ত টানা ছয় ম্যাচে অপরাজিত রিয়াল (৪ জয়, ২ ড্র)। আর ঘরের মাঠে তাদের বিপক্ষে শেষ আটটি লিগ ম্যাচেই জয় পায় লস ব্লাঙ্কসরা। ম্যাচপ্রতি গোলের গড় ৩.২৫। শেষ দশটি অ্যাওয়ে ম্যাচে মাত্র একবারই জয়ের মুখ দেখে ওসাসুনা (৪ ড্র, ৫ হার)। ছয় ম্যাচেই স্কোর করতে ব্যর্থ হয়। একমাত্র জয়টি আসে আলমেরিয়ার বিপক্ষে (২-১, এপ্রিল ২০১৪)।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।