ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

এবার ইউরোপ সেরা হতে চলেছি: দিবালা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৬
এবার ইউরোপ সেরা হতে চলেছি: দিবালা ছবি: সংগৃহীত

ঢাকা: সম্প্রতি ইতালিয়ান সিরি আ’তে ৩-১ গোলের ব্যবধানে সহজ জয় পেয়েছে জুভেন্টাস। তুরিনোয় ঘরের মাঠে সাসুলোকে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নেয় জুভিরা।

এ ম্যাচে জয়ের ফলে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে জুভেন্টাস। তিন ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে ইতালিয়ান জায়ান্ট দলটি।
 
জুভিদের হয়ে জোড়া গোল করেন আর্জেন্টাইন তারকা গঞ্জালো হিগুয়েন। বাকি গোলটি করেন প্যাজনিক। দলের প্রথম গোলটিতে আর্জেন্টাইন তারকা হিগুয়েনকে সহায়তা করেন তারই স্বদেশী দিবালা।

মেসির উত্তরসূরি ভাবা দিবালা জানিয়েছেন, ইউরোপ সেরা হতে একটি দলের যে মান থাকা প্রয়োজন তার সবই আছে বর্তমান জুভেন্টাসে। ১৯৯৬ সালের পর উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিততে পারেনি জুভেন্টাস। আর এবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে আত্মবিশ্বাসী দিবালা।

ক্লাবটির তরুণ এই আর্জেন্টাইন ফরোয়ার্ড জানান, ‘চ্যাম্পিয়ন্স লিগের মতো আসরে খেলতে আর অপেক্ষা করতে পারছি না। আমরা ইউরোপ সেরা দলগুলোর মাঝে অন্যতম। আমি মনে করি, আমরা এবার (জুভেন্টাস) ইউরোপ সেরা হতে চলেছি। গত মৌসুমেও জুভিরা দুর্দান্ত খেলেছে। এ মৌসুমেও আমাদের ক্লাব দারুণ কিছু খেলোয়াড় দলে টেনেছে। আমার বিশ্বাস জুভেন্টাস এবার অনেক দূর যেতে পারবে। ’

আগামী বুধবার সেভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করবে দিবালা-হিগুয়েনরা। সে ম্যাচের আগে সেভিয়াকে কিছুটা হুঙ্কার দিয়ে দিবালা জানান, ‘গত বছর সেভিয়ার কাছে হেরে আমরা গ্রুপ পর্বে শীর্ষস্থান হারিয়েছি। আমাদের এই হারের কথা ভুলে যেতে হবে আর মনে রাখতে হবে তুরিনোয় আমরাই তাদের হারিয়েছি। আমাদের আক্রমণভাগে দারুণ কিছু খেলোয়াড় রয়েছে। যারা কিনা প্রতিপক্ষকে সমস্যায় ফেলে দিতে পারে। ’

শিরোপা জিততে যা যা দরকার, তার সবই আছে বলে জানান দিবালা।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ১২ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।