ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কাভানির হ্যাটট্রিকে বড় জয় পিএসজির

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৬
কাভানির হ্যাটট্রিকে বড় জয় পিএসজির

ঢাকা: প্রতিপক্ষে মাঠে ম্যাচের প্রথমার্ধেই চারটি গোল করেছেন পিএসজির গোলমেশিন এডিনসন কাভানি। লিগ ওয়ানের ম্যাচে সায়েনের ঘরের মাঠে ৬-০ গোলের বিশাল জয় পেয়েছে ফরাসি জায়ান্ট ক্লাবটি।


 
চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ খেলা ম্যাচে পিএসজির হয়ে ম্যাচের শুরুতেই গোল করেছিলেন উরুগুয়ের তারকা স্ট্রাইকার কাভানি। আর্সেনাল পরে গোল শোধ দিয়েছিল। আর লিগ ওয়ানের এই ম্যাচে কাভানির দুর্দান্ত পারফর্মে সহজ জয় তুলে নেয় পিএসজি।
 
ম্যাচের ১২তম মিনিটে প্রথম গোলটি করেন কাভানি। ম্যাক্সওয়েলের অ্যাসিস্ট থেকে ১-০তে এগিয়ে যায় পিএসজি। ২৩ মিনিটের মাথায় পেনাল্টির সুযোগ থেকে গোল করেন কাভানি (২-০)। আর ৩৮ মিনিটের মাথায় হ্যাটট্রিক পূর্ণ করেন কাভানি। আবারো ম্যাক্সওয়েলের অ্যাসিস্ট থেকে স্কোর করেন উরুগুয়ের তারকা।
 
প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে দলের ও নিজের চতুর্থ গোলটি করেন কাভানি। থমাসের অ্যাসিস্ট থেকে গোল করেন তিনি। ফলে, ৪-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আতিথ্য নেওয়া পিএসজি।
 
বিরতির পর পিএসজি আরও দুটি গোল করে। অবশ্য বিরতির পর কাভানি মাঠে নামেননি। খেলার ৬৭ মিনিটে লুকাস মোউরা দলকে ৫-০তে এগিয়ে নেন। আর ৭৮ মিনিটের মাথায় অগাস্টিন ৬-০ গোলের লিড পাইয়ে দেন। এ স্কোরেই ম্যাচ শেষ করে ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকে পিএসজি।
 
বাংলাদেশ সময়: ০৬৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।