ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মেসির পরেই ডি ব্রুইন: গার্দিওলা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৬
মেসির পরেই ডি ব্রুইন: গার্দিওলা ছবি: সংগৃহীত

ঢাকা: জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ছেড়ে এ মৌসুমে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে কোচ হিসেবে যোগ দিয়েছেন বার্সেলোনার সাবেক কোচ পেপ গার্দিওলা। ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষস্থানটি অক্ষুন্ন রেখেছে গার্দিওলার শিষ্যরা।

সবশেষ ইংলিশ লিগে বার্নমাউথের বিপক্ষে গোল করেন ম্যানসিটির বেলজিয়ান তারকা কেভিন ডি ব্রুইন। আর এ ম্যাচে ব্রুইনের দুরন্ত পারফরম্যান্সের পর তো গার্দিওলা তাকে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির সঙ্গে তুলনা করেছেন।

সিটিজেনদের হয়ে ডি ব্রুইন ৪৮ ম্যাচ খেলে ১৮ গোল করেছেন। সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন আরও ১৬ বার। নিজের ছাত্র প্রসঙ্গে গার্দিওলা জানান, ‘মেসি তার তালিকায় শীর্ষেই থাকবে। তবে, আমার কোচিং ক্যারিয়ারে ডি ব্রুইন অন্যতম সেরা খেলোয়াড়দের একজন। তাকে মেসির পরেই রাখা উচিৎ। খুব শিগগিরই মেসির পরের স্থানটিতে ডি ব্রুইন বসবে। টেবিলের এক পাশে মেসি থাকলে, অন্য পাশে ব্রুইনকে রাখা যায়। ’

কোচিং ক্যারিয়ারে ৪৫ বছর বয়সী গার্দিওলা বার্সেলোনায় পেয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা, জাভিদের। আর বায়ার্নে পেয়েছেন আরিয়েন রোবেন, থমাস মুলারদের। তবে, মেসির মতো সেরা ফুটবলার তিনি নিজের কোচিং ক্যারিয়ারে পাননি বলে জানান গার্দিওলা।

২৫ বছর বয়সী বেলজিয়ান তারকা ডি ব্রুইন প্রসঙ্গে বার্সার সাবেক কোচ যোগ করেন, ডি ব্রুইনেইর মাঝেও আর্জেন্টাইন মেসির ছায়া দেখতে পাচ্ছি। মেসির পরই তার অবস্থান। সে অসাধারণ ফুটবলার। বল ছাড়াও মাঠে সে প্রথম যোদ্ধা। আর বল পায়ে কোনো সন্দেহ নেই সে দুর্দান্ত যোদ্ধা। প্রতিটি মুহূর্তেই ডি ব্রুইন নিজের সেরা সিদ্ধান্তটি নিতে সময় নষ্ট করে না। আমি মনে করি সে বিশেষ একজন খেলোয়াড়।

২০১৫ সালে জার্মান ক্লাব উলফসবার্গ ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন ডি ব্রুইন।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, ১৮ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।