ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আন্তর্জাতিক ফুটবলে তোরের অবসর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৬
আন্তর্জাতিক ফুটবলে তোরের অবসর ইয়াইয়া তোরে-ছবি:সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন ইয়াইয়া তোরে। ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে আইভরি কোস্টের হয়ে মোট ১০২ ম্যাচ খেলেছেন তোরে।

৩৩ বছর বয়সী এ তারকা দেশের হয়ে আর না খেলার সিদ্ধান্ত নেন।

তোরে বলেন, ‘অবসরের সিদ্ধান্ত নেওয়ায় আমার খারাপ লাগছে । তবে অামার অনেক বয়স হয়েছে। ক্লাব ও দেশের হয়ে সমান তালে ট্রেনিং করা মুশকিল। ’

এদিকে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির হয়েও তোরের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা রয়েই যাচ্ছে। কিছু দিন আগে তোরেকে চ্যাম্পিয়ন্স লিগ দল থেকে ছেঁটে ফেলার পর তার এজেন্ট বিতর্কিত মন্তব্য করে বসেন পেপ গার্দিওলার বিরুদ্ধে।

গার্দিওলা অবশ্য জানিয়ে দিয়েছেন, যতক্ষণ না তোরের এজেন্ট ক্ষমা চাইছেন তার কাছে, প্রথম দল তো দূরে থাক, রিজার্ভেও জায়গা হবে না।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, ২১ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।