ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

এক ম্যাচ পরে আবারও শীর্ষে বায়ার্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৬
এক ম্যাচ পরে আবারও শীর্ষে বায়ার্ন ছবি:সংগৃহীত

ঢাকা: জার্মান বুন্দেসলিগায় এক ম্যাচ পরে আবারও শীর্ষে ফিরলো বায়ার্ন মিউনিখ। হার্থা বার্লিনকে ৩-০ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

দলের হয়ে একটি করে গোল করেন ফ্রাঙ্ক রিবেরি, থিয়াগো আলকান্ত্রা ও আরিয়ান রোবেন।

বুধবার রাতে ঘরের মাঠে অ্যালিয়াঞ্জ অ্যারিনায় হার্থাকে আতিথিয়েতা জানায় বায়ার্ন। তবে ম্যাচের প্রথম থেকে আধিপত্য বিস্তার করে তারা। ১৬ মিনিটে ফ্রেঞ্চ তারকা রিবেরি গোল করে সূচনা করেন। পরে খেলার দ্বিতীয়ার্ধে চার মিনিটের ব্যবধানে আলকান্ত্রা ও রোবেন গোল করলে সহজ জয়ই পায় স্বাগতিকরা।

বর্তমানে চার ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে বায়ার্ন। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে ক্লোন। চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে বুরুশিয়া ডর্টমুন্ড। আর একই পয়েন্ট নিয়ে পাঁচে হার্থা।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ২২ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।