ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ইনজুরিতে তিন সপ্তাহ মাঠের বাইরে মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৬
ইনজুরিতে তিন সপ্তাহ মাঠের বাইরে মেসি লিওনেল মেসি-ছবি:সংগৃহীত

ঢাকা: পেশীর ইনজুরিতে পড়ে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন লিওনেল মেসি। বুধবার ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার ১-১ গোলে ড্রয়ের ম্যাচে গুরুতর চোট পান তিনি।

লা লিগার এ ম্যাচে প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও মাঠে নেমেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে বিপক্ষ ফুটবলার দিয়েগো গদিনের সঙ্গে সংঘর্ষে ডান পায়ে ব্যথা পান তিনি। পরে ম্যাচের ৫৯ মিনিটে মাঠ থেকে বেরিয়ে যান।

পেশী সমস্যায় আগে থেকেই ভুগছিলেন মেসি। যখন তিনি জাতীয় দলের হয়ে খেলতে গিয়েছিলেন সে সময়ই মূলত চোট পান। আর এবারের ইনজুরির ফলে বার্সার চ্যাম্পিয়নস লিগ ম্যাচে বুরুশিয়া মনশেনগ্লাডবাখের (২৯ সেপ্টেম্বর) বিপক্ষে থাকতে পারছেন না পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

২৯ বছর বয়সী এ তারকা লিগের ম্যাচে স্পোর্টিং গিজন ও সেল্টা ভিগোর বিপক্ষেও মাঠে থাকতে পারবেন না। আশা করা হচ্ছে চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির (২০ অক্টোবর) বিপক্ষে মাঠে নামতে পারবেন তিনি।

মেসির ইনজুরির বিষয়ে বার্সা কোচ লুইস এনরিক বলেন, ‘মেসিকে হারানো মানে ফুটবলকে হারানো। এছাড়া মেসি থাকলে আমরা বাড়তি শক্তি পাই। তবে আমরা এমনিতেও শক্তিশালী দল। ’

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, ২২ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।