ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রুনিই থাকবেন ম্যানইউ’র অধিনায়ক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৬
রুনিই থাকবেন ম্যানইউ’র অধিনায়ক ওয়েন রুনি-ছবি:সংগৃহীত

ঢাকা: ফর্মটা খুবই খারাপ যাচ্ছে ওয়েন রুনির। যার কারণে অধিনায়ক থাকা স্বত্বেও ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম একাদশে সুযোগ পাচ্ছেন না তিনি।

তবে রেড ডেভিলসদের নেতা হিসেবে অভিজ্ঞ এ স্ট্রাইকারই কোচ হোসে মরিনহোর প্রথম পছন্দ বলে জানিয়েছেন তিনি।

গত সপ্তাহে ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিচেস্টার সিটির বিপক্ষে লড়ে ওল্ড ট্রাফোডের দলটি। পরে ইউরোপা লিগে জরইয়া লুহানস্কের বিপক্ষেও মাঠে নাম জায়ান্ট ক্লাবটি। তবে দুটি ম্যাচেই প্রথম একাদশের বাইরে ছিলেন রুনি।

মরিনহো অবশ্য জানিয়েছে রুনির নেতৃত্ব হারানো নিয়ে ভয়ের কোনো কারণ নেই। ‘ওয়েন হচ্ছে অধিনায়ক, এটা কোনো বিষয় না যে সে মাঠে না মাঠের বাইরে। । সে আমার অধিনায়ক, ক্লাবের অধিনায়ক ও ফুটবলারদের অধিনায়ক। ’

২০০৪ সাল থেকে ম্যানইউ’র হয়ে এখন পর্যন্ত ৩৭৪টি ম্যাচ খেলেছেন রুনি। যেখানে তিনি গোল করেছেন ১৭৯টি।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ০২ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।