ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রোনালদোর জন্যই রিয়ালের ভরাডুবি!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৬
রোনালদোর জন্যই রিয়ালের ভরাডুবি! ছবি: সংগৃহীত

ঢাকা: লা লিগায় টানা তিন ড্রয়ে সমালোচনার মুখে রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক পারফরম্যান্স। পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও হারিয়েছে গ্যালাকটিকোরা।

দলের ছন্দ হারানোর জন্য ক্রিস্টিয়ানো রোনালদোকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন সাবেক রিয়াল কোচ ফাবিও ক্যাপেলো।

এ মুহূর্তে রোনালদোকেই রিয়ালের সবচেয়ে বড় সমস্যা হিসেবে দেখছেন ক্যাপেলো! পর্তুগিজ তারকার ফিটনেস ঘাটতিকে দায়ী করছেন তিনি। যা লস ব্লাঙ্কসদের খেলায় প্রভাব ফেলছে বলেই অভিমত তার।

হাঁটুর ইনজুরি কাটিয়ে এ মৌসুমে সাতটি লিগ ম্যাচের মধ্যে মাত্র চারটিতে খেলেন রোনালদো। গোল করেন মাত্র একটি। ভাবা যায়! ইতালিয়ান ক্যাপেলোর অনুভূতি, নিজের ফিটনেসের সঙ্গে লড়াই করছেন রোনালদো যার মাশুল দিচ্ছে রিয়াল। জোর দিয়েই বলছেন, পর্তুগিজ অধিনায়ক শারীরিকভাবে ভালো অবস্থায় নেই।

স্প্যানিশ রেডিও ওন্ডা সেরো’কে দেওয়া সাক্ষাৎকারে এসব কথাই তুলে ধরেন ৭০ বছর বয়সী ক্যাপেলো, ‘রিয়াল মাদ্রিদের বর্তমান সমস্যা এখন ক্রিস্টিয়ানো রোনালদো। কারণ, সে এ মুহূর্তে শারীরিকভাবে ভালো নেই এবং তাদের সেরা খেলোয়াড়ও নয়। ’

আন্তর্জাতিক ব্যস্ততায় আপাতত রিয়ালের সামনে কোনো ম্যাচ নেই। আগামী শনিবার (১৫ অক্টোবর) রিয়াল বেটিসের মাঠে নামবে জিনেদিন জিদানের শিষ্যরা। খেলা শুরু বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায়।

২০১৮ রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিতে পর্তুগালের হয়ে এখন ব্যস্ত সময় পার করছেন তিনবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো। প্রথম ম্যাচেই সুইজারল্যান্ডের মাঠে ২-০ গোলে হেরে বাছাইপর্ব মিশন শুরু করে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। গ্রুপ ‘বি’তে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে শুক্রবার (৭ অক্টোবর দিবাগত রাত পৌনে ১টা) অ্যান্ডোরার মুখোমুখি হবে তারা।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।