ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বলিভিয়ার জালে নেইমারদের গোল উৎসব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৬
বলিভিয়ার জালে নেইমারদের গোল উৎসব ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপ বাছাইয়ে বলিভিয়াকে স্রেফ উড়িয়ে দিয়েছে ব্রাজিল। ভিজিটরদের ভাগ্য ভালোই বলতে হবে! প্রথমার্ধেই চার গোলের লিড নিয়েও ম্যাচ শেষে ৫-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেকাওরা।

হোম ভেন্যুতে বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া না করলে বলিভিয়ানদের আরো বড় হারের লজ্জাই সঙ্গী হতো।

নাতাল স্টেডিয়ামে ১১ মিনিটে গোল উৎসবের সূচনা করেন অলিম্পিক হিরো নেইমার। ২৬ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন লিভারপুল মিডফিল্ডার ফিলিপ্পে কুতিনহো। দু’টিই আসে নেইমারের পাস থেকে। ৩৯ মিনিটে লেফট ব্যাক ফিলিপে লুইস ও প্রথমার্ধের ঠিক আগে স্কোরশিটে নাম লেখান উঠতি ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস।

স্বাগতিকদের আক্রমণাত্মক ফুটবলের সামনে এক প্রকার অসহায় আত্মসমর্পণই করে বলিভিয়া। পুরো ম্যাচে একবারও ব্রাজিলের জাল খুঁজে পায়নি তারা। দ্বিতীয়ার্ধে রক্ষণে অবশ্য প্রতিপক্ষকে নিরাশ করতে সফল হয়! একবারই গোলের দেখা পায় পেলের উত্তরসূরিরা। ৭৫ মিনিটে দলের হয়ে পঞ্চম গোলটি করেন বদলি হিসেবে নামা কুতিনহোর ক্লাব সতীর্থ রবার্তো ফিরমিনো।

আগামী বুধবার (১২ অক্টোবর) পরবর্তী ম্যাচে ভেনেজুয়েলার মুখোমুখি হবে ব্রাজিল। খেলা শুরু বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায়।

এদিকে, এডিনসন কাভানির জোড়া গোলে ভেনেজুয়েলাকে ৩-০ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছে উরুগুয়ে। ইকুয়েডরের মাঠে সমান ব্যবধানের জয় পায় কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি। অপর ম্যাচে কলম্বিয়ার কাছে ১-০ গোলে হেরে যায় স্বাগতিক প্যারাগুয়ে।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।