ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

‘পেলে-ম্যারাডোনার জায়গা নিতে পারবে না মেসি’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
‘পেলে-ম্যারাডোনার জায়গা নিতে পারবে না মেসি’ বাঁ থেকে-ম্যারাডোনা, মেসি ও পেলে-ছবি:সংগৃহীত

ঢাকা: ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহোর একমাত্র আক্ষেপ লিওনেল মেসির সঙ্গে তিনি বেশিদিন খেলতে পারেননি। মেসি যখন দলে এসেছেন, তখন ক্লাব বার্সেলোনা ছাড়ার পথে তিনি।

তবুও অবশ্য সে সময়ের তরুণ মেসিকে তিনি সাহায্য করেছিলেন প্রথম দলের সঙ্গে মানিয়ে নিতে।

রোনালদিনহো ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জিতেছেন। স্প্যানিশ জায়ান্ট বার্সার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। দু’বার ব্যালন ডি’অর এর পুরস্কারও উঠেছে তার হাতে।

এত বছর পরে আজও মেসি-ম্যাজিকে মুগ্ধ রোনালদিনহো। ব্যালন ডি’অর প্রসঙ্গ উঠলেই জানান সাবেক সতীর্থ ছাড়া আর কেউ যোগ্য নয় সেটা পাওয়ার। তিনি বলেন, ‘অনেক ফুটবলার যোগ্য ব্যালন ডি’অর পাওয়ার। কিন্তু তাতেও আমি এক জনের নামই সবার আগে করব। লিওনেল মেসি। ’

শতবর্ষের কোপা আমেরিকার পর বিশ্বফুটবলকে চমকে দিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন মেসি। সারা বিশ্বে ছড়িয়ে থাকা অসংখ্য মেসি ভক্তের মতো রোনালদিনহোও তাকে আবেদন জানিয়েছিলেন ফিরে আসতে। প্রিয় বন্ধু তার কথা রেখেছেন। আর্জেন্টিনায় দ্বিতীয়বারের জন্য সূচনা হয়েছে মেসি-যুগের।

এ প্রসঙ্গে রোনালদিনহো আরও বলেন, ‘মেসি খুশি হলেই আমি খুশি। কারণ ও আমার খুব ভাল বন্ধু। ও আর্জেন্টিনা দলে আবার ফিরেছে দেখেই আমার দারুণ লাগছে। ’

তবে ব্যালন ডি’অরের জন্য মেসিকে এগিয়ে রাখলেও, রোনালদিনহো সরাসরি জানিয়ে দিলেন পেলে ও ম্যারাডোনাকে কোনও দিন হটাতে পারবে না তার সাবেক সতীর্থ। ‘ফুটবলের ইতিহাস কিন্তু পেলে আর ম্যারাডোনাকেই সবার থেকে এগিয়ে রাখবে। এগিয়ে রাখবো আমিও। ওরা দু’জনেই কিংবদন্তি। ’

মেসি ছাড়া ব্রাজিলের সেনসেশন নেইমারের উন্নতি দেখেও খুশি রোনালদিনহো। নিজের সুন্দর ফুটবল নেইমারের মধ্যেও দেখতে পান, সেই কথাই জানালেন সাবেক ব্যালন ডি’অর জয়ী ফুটবলার। ‘নেইমার দারুণ খেলছে। ওর উন্নতি দেখে আমি খুশি। ও এমন একটা ক্লাবে ইতিহাস গড়ছে যেখানে আমি এক সময় খেলেছি। তাই আরও আনন্দ হয়। ’  

সমর্থকদের আশা চোটের সমস্যা কাটিয়ে কত দিনের মধ্যে মাঠে ফিরবেন মেসি? বার্সার ওয়েবসাইটে অবশ্য জানানো হয়, অনুশীলনে ফিরেছেন ১০ নম্বর জার্সিধারী।

আগামী দু’মাসে মেসির ক্যালেন্ডারটা রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের মতো শক্তিশালী ফিক্সচারে ভরা। তার আগে কিংবদন্তির অনুশীলনে ফেরা অবশ্যই দেশ ও ক্লাবের জন্য সুখবর। এখনও বল নিয়ে পুরোপুরি ট্রেনিং না করতে পারলেও স্বল্প স্ট্রেচিং ও ওয়ার্ম আপ করেছেন। দেপোর্তিভোর বিপক্ষে লা লিগার ম্যাচকেই প্রত্যাবর্তন হিসেবে দেখছেন মেসি। যদিও ক্লাবের পক্ষ থেকে অফিসিয়ালি ভাবে কেউ এখনও কোনো মন্তব্য করেননি।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, ১৩ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।