ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মাঠে নামছে ইংলিশ-জার্মান জায়ান্টরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
মাঠে নামছে ইংলিশ-জার্মান জায়ান্টরা ছবি: সংগৃহীত

নতুন সপ্তাহের প্রথম দিন মাঠে নামছে ইংলিশ আর জার্মান জায়ান্টরা। শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় মাঠে থাকবে ইংলিশ ফেভারিট ম্যানচেস্টার সিটির ম্যাচ। মাঠে থাকছে জার্মান পরাশক্তি বায়ার্নের ম্যাচও।

ঢাকা: নতুন সপ্তাহের প্রথম দিন মাঠে নামছে ইংলিশ আর জার্মান জায়ান্টরা। শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় মাঠে থাকবে ইংলিশ ফেভারিট ম্যানচেস্টার সিটির ম্যাচ।

মাঠে থাকছে জার্মান পরাশক্তি বায়ার্নের ম্যাচও।

এরই মাঝে মাঠের লড়াইয়ে দেখা যাবে ইংলিশ প্রিমিয়ারের বর্তমান চ্যাম্পিয়ন লিচেস্টার সিটি, চেলসি আর লিভারপুলের ম্যাচ।

বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় বার্নলির মুখোমুখি হবে পেপ গার্দিওলার ম্যানসিটি। রাত নয়টায় মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিচেস্টার সিটি। তাদের প্রতিপক্ষ মিডলসবার্গ। আর একই সময়ে লিভারপুলের মুখোমুখি হবে সান্দারল্যান্ড। চেলসি-টটেনহ্যামের ম্যাচটি রাত সাড়ে এগারোটায়।

ইংলিশ প্রিমিয়ারের এই ম্যাচগুলোর আগে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে মাঠে নামবে চেলসি। ১২ ম্যাচ খেলে ব্লুজদের সংগ্রহ ২৮ পয়েন্ট। তবে, পিছিয়ে নেই চেলসির প্রতিপক্ষ টটেনহ্যাম। টেবিলের পাঁচে থাকা দলটির সমান ম্যাচে সংগ্রহ ২৪ পয়েন্ট। এদিকে, ২৭ পয়েন্ট নিয়ে লিভারপুল রয়েছে টেবিলের দুইয়ে। সমান পয়েন্ট নিয়ে টেবিলের তিনে রয়েছে ম্যানসিটি।

জার্মান লিগ, বুন্দেসলিগায় রাত সাড়ে এগারোটায় মাঠে নামবে বায়ার্ন মিউনিখ। রিয়ালের সাবেক কোচ কার্লো আনচেলত্তির বায়ার্ন প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে বায়ার লেভারকুজেনকে। জার্মান লিগের শিরোপার অন্যতম দাবীদার হলেও সাম্প্রতিক সময়ে ভালো অবস্থানে নেই বায়ার্ন। লিগে নিজেদের সবশেষ ৬ ম্যাচের দুটিতে মাত্র জিতেছে আনচেলত্তির শিষ্যরা। অপরদিকে, চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামার আগে নিজেদের সবশেষ ৫ ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে লেভারকুজেন।

১১ ম্যাচ খেলে বায়ার্নের সংগ্রহ ২৪ পয়েন্ট। টেবিলে দুই নম্বরে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়নরা।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ২৬ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।