ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

শাপেকোয়েনসেকে চ্যাম্পিয়ন ঘোষণার আহবান প্রতিপক্ষের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৬ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৬
শাপেকোয়েনসেকে চ্যাম্পিয়ন ঘোষণার আহবান প্রতিপক্ষের ছবি: সংগৃহীত

পুরো শহরকে আনন্দের বন্যায় ভাসিয়ে যে ফুটবল দলটা কোপা সুদামেরিকানার ফাইনালে উঠেছিল, বিমান দুর্ঘটনায় অধিকাংশ খেলোয়াড় হারানোয় তাদেরই চ্যাম্পিয়ন ঘোষণা করতে দক্ষিণ আমেরিকা ফুটবল সংস্থাকে আহবান জানিয়েছে ফাইনালে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকা অ্যাতলেতিকো নাসিওনাল।

ঢাকা: শুধু ব্রাজিল নয়, পুরো বিশ্ব ফুটবলকে কাঁদিয়ে সুদামেরিকানার ফাইনালে খেলতে যাওয়ার পথে মর্মান্তিক এক বিমান দুর্ঘটনায় ব্রাজিলের ক্লাব শাপেকোয়েনসের অধিকাংশ ফুটবলার চলে গেছেন না-ফেরার দেশে। দেশ, ক্লাব ছাপিয়ে এ শোক যেন ফুটবলের সবার।

পুরো শহরকে আনন্দের বন্যায় ভাসিয়ে যে ফুটবল দলটা কোপা সুদামেরিকানার ফাইনালে উঠেছিল, বিমান দুর্ঘটনায় অধিকাংশ খেলোয়াড় হারানোয় তাদেরই চ্যাম্পিয়ন ঘোষণা করতে দক্ষিণ আমেরিকা ফুটবল সংস্থাকে আহবান জানিয়েছে ফাইনালে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকা অ্যাতলেতিকো নাসিওনাল।

মঙ্গলবার এক বিবৃতিতে ক্লাবটি জানায়, ‘আমাদের কাছে ২০১৬ কোপা সুদামেরিকানার চ্যাম্পিয়ন শাপেকোয়েনসে। আমরা অন্তর থেকেই তাদের চ্যাম্পিয়ন ভাবছি। ’

তবে, কলম্বিয়ান ক্লাবটির এই অনুরোধে কনমেবল অবশ্য এখনো আনুষ্ঠানিক কিছু জানায়নি।

ছয় বছর আগেও শাপেকোয়েনসের ব্রাজিলের চতুর্থ বিভাগে খেলেছে। এবার দুর্দান্ত খেলে দক্ষিণ আমেরিকার দ্বিতীয় প্রধান ক্লাব টুর্নামেন্টের ফাইনালে উঠে এসেছিল।

৮১ আরোহী নিয়ে কলম্বিয়ার প্লেনটি বৈদ্যুতিক সমস্যা এবং ফুয়েল সরবরাহ সঠিকভাবে না হওয়ায় বিধ্বস্ত হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা যায়। প্লেনটি বিধ্বস্ত হওয়ার স্থান থেকে মাত্র পাঁচ মাইল দূরত্বে এয়ারপোর্টের অবস্থান ছিলো। লামিয়া বলিভিয়া নামে এলএমআই ২৯৩৩ ফ্লাইটটিতে সাংবাদিকসহ ৭৬ জন নিহত হন। এদের মধ্যে ৬ জনকে জীবিত উদ্ধার করা হলেও পরে হাসপাতালে নেওয়ার পর একজন মারা যান। প্লেনটিতে ২১ জন সাংবাদিক ফুটবল ম্যাচ কাভারেজের জন্য খেলোয়াড়দের সঙ্গে যাচ্ছিলেন।

বিশ্ববাসীকে নাড়া দেওয়া এই দুর্ঘটনার পর ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল তেমের খেলোয়াড় ও সাংবাদিকদের প্রাণহানির ঘটনায় তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। এছাড়া, দক্ষিণ আমেরিকা ফুটবল সংস্থা কনমেবল তাদের সব ধরনের কর্মকাণ্ড স্থগিত করেছে।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, ০১ ডিসেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।