ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রেকর্ডের হাতছানি রিয়াল-রোনালদোর সামনে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৪ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
রেকর্ডের হাতছানি রিয়াল-রোনালদোর সামনে ছবি: সংগৃহীত

রেকর্ড ডাকছে রিয়াল মাদ্রিদকে! দলগত কীর্তি ছাপিয়ে ব্যক্তিগত অর্জনেও ক্রিস্টিয়ানো রোনালদোর সামনে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার হাতছানি। এটি আবার গ্যালাকটিকোদের ডাগআউটে কোচ জিনেদিন জিদানের ৫০তম ম্যাচ। সব মিলিয়ে বুরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে রিয়ালের সামনে ঐতিহাসিক ম্যাচই অপেক্ষা করছে।

ঢাকা: রেকর্ড ডাকছে রিয়াল মাদ্রিদকে! দলগত কীর্তি ছাপিয়ে ব্যক্তিগত অর্জনেও ক্রিস্টিয়ানো রোনালদোর সামনে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার হাতছানি। এটি আবার গ্যালাকটিকোদের ডাগআউটে কোচ জিনেদিন জিদানের ৫০তম ম্যাচ।

সব মিলিয়ে বুরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে রিয়ালের সামনে ঐতিহাসিক ম্যাচই অপেক্ষা করছে।

হোম ভেন্যুতে হার এড়ালেই সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৪ ম্যাচে অপরাজিত থাকার ক্লাব রেকর্ড স্পর্শ করবে লস ব্লাঙ্কসরা। ১৯৮৮-৮৯ মৌসুমে যে কীর্তি গড়েছিল লিও বেনহ্যাকারের রিয়াল।

বুধবার (৭ ডিসেম্বর) সান্তিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায় চ্যাম্পিয়নস লিগের ম্যাচটি শুরু হবে। দু’দলেরই এটি গ্রুপ পর্বের শেষ ম্যাচ। এর আগে বুরুশিয়ার মাঠে অনুষ্ঠিত প্রথম ম্যাচটি ২-২ সমতায় নিষ্পত্তি হয়েছিল।

আর মাত্র দু’বার জালে বল জড়ালে ইউরোপিয়ান প্রতিযোগিতায় গোলের সেঞ্চুরি উদযাপন করবেন রোনালদো। রেকর্ডটা জার্মান জায়ান্টদের বিপক্ষে কোচ ও দলীয় কীর্তির ঐতিহাসিক ম্যাচেই করে দেখাতে পারবেন তো সিআর সেভেন?

জিদানের জন্য উদ্বেগের কারণ, চোটের কারণে গ্যারেথ বেলের অনুপস্থিতি। টনি ক্রুসের খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। তাই আক্রমণভাগে রোনালদোর ওপরই বাড়তি চাপ ও প্রত্যাশা থাকবে। তবে ঘরের মাঠে সমর্থকদের উৎসাহ বাড়তি প্রেরণা যোগাবে।

পয়েন্ট টেবিলও রিয়ালের জন্য দুশ্চিন্তার বড় নাম। বুরুশিয়ার বিপক্ষে জয় ভিন্ন অন্য কোনো ফলাফলে দ্বিতীয় স্থানে থেকেই তাদের নকআউট পর্বে যেতে হবে। পাঁচ ম্যাচ শেষে দু’দলের পয়েন্ট যথাক্রমে ১৩, ১১।

এদিকে, অন্যান্য ম্যাচের মধ্যে একই সময়ে ক্রোয়েশিয়ার ডায়নামো জাগরেবকে আতিথ্য দেবে জুভেন্টাস। ‘এইচ’ গ্রুপের অপর ম্যাচে নকআউট পর্বের লড়াইয়ে লিঁওনের মাঠে নামবে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন সেভিয়া। ‘জি’ গ্রুপ লিডার ইংলিশ চ্যাম্পিয়ন লিচেস্টার সিটির প্রতিপক্ষ পোর্তো।

পাঠকদের জন্য রিয়াল-ডর্টমুন্ড ম্যাচ ঘিরে কিছু পরিসংখ্যান তুলে ধরা হলো:

•    চ্যাম্পিয়নস লিগে গত পাঁচ মৌসুমে আটবার মুখোমুখি হয়েছে রিয়াল ও ডর্টমুন্ড (৪টি গ্রুপ পর্ব, ২টি কোয়ার্টার, ২টি সেমিফাইনাল)।

•    রিয়ালের বিপক্ষে পাঁচটি অ্যাওয়ে ম্যাচের একটিতেও জিততে পারেনি ডর্টমুন্ড (১ ড্র, ৪ হার)। সান্তিয়াগো বার্নাব্যুতে প্রতিটি ম্যাচেই অন্তত দু’টি গোল হজম করেছে জার্মান জায়ান্টরা।

•    জার্মান ক্লাবের বিপক্ষে শেষ ১৪টি চ্যাম্পিয়নস লিগের হোম ম্যাচের ১১টিতেই জয় পায় রিয়াল (২ ড্র, ১ হার)। একমাত্র পরাজয় শালকের বিপক্ষে ২০১৫ সালের মার্চে (৩-৪)।

•    বার্নাব্যুতে নিজেদের শেষ ২১টি চ্যাম্পিয়নস লিগ গ্রুপ পর্বের ম্যাচের মধ্যে ২০ বারই জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল (১ ড্র)। ডর্টমুন্ডই একমাত্র টিম যারা শেষবার তাদের জয়ের পথে বাধা হয়ে দাঁড়ায় (২-২, ২০১২ সালের নভেম্বরে)।

•    রিয়ালকে তাদের মাঠেই গ্রুপ পর্বের ম্যাচে সবশেষ হারের স্বাদ দিয়েছিল এসি মিলান (২-৩, ২০০৯ সালের অক্টোবরে)।

•    রিয়াল ও ডর্টমুন্ড দু’দলই এবারের আসরে নকআউট পর্ব (শেষ ষোলো) নিশ্চিত করেছে। কিন্তু গ্রুপের শীর্ষে উঠতে একমাত্র জয় ছাড়া রোনালদোদের সামনে আর কোনো পথ খোলা নেই।

•    এ নিয়ে টানা ২০ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে পা রেখেছে রিয়াল। যা ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরে রেকর্ড।

•    চ্যাম্পিয়নস লিগ মিশনে গত ৯ মৌসুমেই গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় তুলে নেয় ১১ বারের রেকর্ড চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।