সোমবার রাতে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে বার্নলিকে আতিথিয়েতা জানায় পেপ গার্দিওলার শিষ্যরা। তবে ম্যাচের ৩২ মিনিটে বর্তমান অধিনায়ক ফার্নান্দিনহো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা।
বিরতি থেকে ফিরে ৫৮ মিনিটে লিড নেয় সিটি। গায়েল সিলছে এগিয়ে দেন দলকে। আর দ্বিতীয়ার্ধে বদলি ফুটবলার হিসেবে মাঠে নামা সার্জিও আগুয়েরো দলের ব্যবধান দ্বিগুন করেন। তবে ৭০ মিনিটে প্রতিপক্ষে ফুটবলার বেন মে গোল করলে ব্যবধান কমে আসে। কিন্তু ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় পায় সিটিজেনরা।
এদিকে জয়ের ধারা ধরে রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। হুয়ান মাতা ও জ্লাতান ইব্রাহিমোভিচের গোলে ১০ জনের ওয়েস্টহামকে হারায় হোসে মরিনহোর শিষ্যরা। দুটি গোলই আসে ম্যাচের দ্বিতীয়ার্ধে।
এবারের আসরে উড়তে থাকা লিভারপুলকে রুখে দিল তলানির দল সান্ডারল্যান্ড। স্টেডিয়াম অব লাইটে জারমেইন ডিফোর জোড়া গোলে জয় বঞ্চিত হয় ইয়র্গান ক্লপের শিষ্যরা। মাঝে অল রেডসদের হয়ে ড্যানিয়েল স্টুরিজ ও সাইদু মানে একটি করে গোল করেন।
২০ ম্যাচ শেষে ৪৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয়স্থানে রয়েছে লিভারপুল। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে তৃতীয় ম্যানচেস্টার সিটি। ২০ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে আগের ষষ্ঠস্থানেই আছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ১৯ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি।
বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, ০৩ জানুয়ারি, ২০১৭
এমএমএস