ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বার্সার ভাগ্য রিয়ালের হাতে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
বার্সার ভাগ্য রিয়ালের হাতে বার্সার লিগ শিরোপা ধরে রাখার আশা রিয়ালের ওপর নির্ভর করছে/ছবি: সংগৃহীত

বার্সেলোনার লিগ শিরোপা ধরে রাখার আশা রিয়াল মাদ্রিদের ওপর র্নিভর করছে। স্বয়ং কোচ লুইস এনরিক এমন কথা বলেছেন। সবশেষ ভিয়ারিয়ালের মাঠে ১-১ গোলের ড্রয়ে এক ম্যাচ কম খেলা রিয়ালের সঙ্গে পয়েন্ট ব্যবধান এখন পাঁচ।

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১১ ম্যাচের মধ্যে মাত্র পাঁচটিতে জয় পেয়েছে কাতালানরা। নতুন বছরে এখনো জয়হীন স্প্যানিশ জায়ান্টরা।

কোপা দেল রে ইভেন্টে অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে (শেষ ষোলোর প্রথম লেগ) ২০১৭ সালের প্রথম ম্যাচে ১-২ গোলে হারের স্বাদ পেতে হয়।

এক সাক্ষাৎকারে এনরিক বলেন, ‘লিগে আমরা নিজেদের ওপর নির্ভরশীল নই। কিন্তু, এখনো মৌসুমের অর্ধেকটা বাকি এবং আরো অনেক কিছু সামনে আসবে। তাই এখানে সময় রয়েছে এবং শিরোপার জন্য লড়াইয়ের সুযোগ থাকছে। ’

‘কিন্তু আমরা রিয়ালের ওপর নির্ভর করছি। একটাই বিকল্প এখন থেকেই জয় শুরু করা এবং জয়ের ধারা অব্যাহত রাখা। আমাদের আরো উন্নতি করতে হবে। যখন এ ধরনের পরিস্থিতি আসবে অবশ্যই আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী থাকতে হবে। কোনো সন্দেহ নেই, আমরা এখান থেকে বেরিয়ে আসবো। ’-যোগ করেন বার্সা কোচ।

আগামী শনিবার (১৪ জানুয়ারি) পরবর্তী লিগ ম্যাচে লাস পালমাসের বিপক্ষে মাঠে নামবেন মেসি-নেইমার-সুয়ারেজরা। খেলা শুরু বাংলাদেশ সময় রাত সোয়া ৯টায়। তার আগে কোপা দেল রের বাঁচা মরার ম্যাচ। এটি আবার ন্যু ক্যাম্পে বার্সার বছরের প্রথম ম্যাচও বটে। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে অ্যাথলেতিক বিলবাও এগিয়ে থাকলেও অ্যাওয়ে গোলের সুবিধায় এনরিকের শিষ্যরা।

পয়েন্ট টেবিলে ১৭ ম্যাচে ১০ জয়, ৫ ড্র ও ২ হারে ৩৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বার্সা। এক পয়েন্ট এগিয়ে দুইয়ে সেভিয়া। শীর্ষে থাকা জিনেদিন জিদানের রিয়ালের সংগ্রহ ১৬ ম্যাচে ৪০।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ৯ জানুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।