সেভিয়ার মাঠে পর্তুগিজ আইকনের এমন অর্জনের দিনে এগিয়ে থেকেও ২-১ গোলে হেরে যায় রিয়াল। এর মধ্য দিয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনাকে টপকে টানা ৪০ ম্যাচে অপরাজেয় থাকার স্প্যানিশ রেকর্ডের সমাপ্তি ঘটে।
খেলোয়াড়ী জীবনে স্প্যানিশ লিগে ৫৬ বার স্পট কিক থেকে স্কোরশিটে নাম লেখান সানচেজ। ক্লাব ফুটবলে অ্যাতলেতিকো মাদ্রিদ, রিয়াল ও রায়ো ভায়োকানোর জার্সিতে খেলেছিলেন সাবেক মেক্সিকান ফরোয়ার্ড। দীর্ঘ সময় পর তার কীর্তিতে ভাগ বসালেন সিআর সেভেন।
মাইলফলক গড়েও দলকে জয় এনে দিতে পারেননি ৩১ বছর বয়সী রোনালদো। ম্যাচের ৬৭ মিনিটে তার পেনাল্টি থেকে প্রথমে রিয়ালই লিড নিয়েছিল। কিন্তু, নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে সার্জিও রামোসের আত্মঘাতী গোলের খেসারত দিতে হয়। ইনজুরি টাইমে সেভিয়াকে জয়োল্লাসে ভাসান মন্টেনেগ্রো ফরোয়ার্ড স্টিভান জোভোটিক।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ১৬ জানুয়ারি, ২০১৭
এমআরএম