এর আগে সেখানে আগের আটটি ম্যাচেই জয়হীন থাকে কাতালানরা। সবশেষ সাফল্য আসে ২০০৭ সালে।
সোসিয়েদাদের হোম ভেন্যু অ্যানোয়েতা স্টেডিয়ামে খেলা শুরুর ২১ মিনিটে লিড নেয় বার্সা। ডি-বক্সের বাম প্রান্তে নেইমারকে ট্যাকলের খেসারতই দেয় স্বাগতিকরা। পেনাল্টির নির্দেশ দেন রেফারি। স্পক কিক থেকে বল জড়িয়ে সতীর্থদের উদযাপনের মধ্যমণি বনে যান ব্রাজিলিয়ান সেনসেশন।
এক গোলেই ম্যাচের নিষ্পত্তি ঘটে। গোল পাননি নেইমারের আক্রমণভাগের সঙ্গী লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। সমতায় ফিরতে মরিয়া সোসিয়েদাদের খেলোয়াড়রা ভিজিটরদের জালে বল পাঠাতে ব্যর্থ হন।
ন্যু ক্যাম্পে ফিরতি পর্বের ম্যাচের আগে শেষ চারের পথে সুবিধাজনক অবস্থানে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আগামী বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ সময় দিবাগত রাত সোয়া ২টায় সেমি নির্ধারণী ম্যাচটি শুরু হবে।
বাংলাদেশ সময়: ০৮৩০ ঘণ্টা, ২০ জানুয়ারি, ২০১৭
এমআরএম