সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও সাফ ফুটবলের সভাপতি কাজী মো: সালাহউদ্দিন, এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ফুটবলের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, বাংলাদেশ নারী ফুটবল দলের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ ও এনভয় গ্রুপের পরিচালক ইসমাম সালাম।
এনভয় গ্রুপের পক্ষ থেকে সালাম মুর্শেদী বলেন, ‘সাফে এমন সাফল্য আমাদের ফুটবলের জন্য অবশ্যই গর্বের ও সম্মানের।
গত ৪ জানুয়ারি ভারতের শিলিগুঁড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে স্বাগতিক ভারতের কাছে ৩-১ গোলে হেরে প্রথমবারের মতো সাফে রানারআপ হওয়া বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের এটি দ্বিতীয় সংবর্ধনা। এর আগে গত ১২ জানুয়ারি বাফুফের দেওয়া প্রথম সংবর্ধনায় দলটির সদস্য ও কর্মকর্তাদের হাতে একটি করে ৩২ ইঞ্চি এলইডি টিভি তুলে দিয়েছিল সাফ নারী দলের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন।
উল্লেখ্য সদ্য সমাপ্ত সাফ নারী চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬-০ ও দ্বিতীয় ম্যাচে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠে সেমিফাইনালে। আর সেমিফাইনালের ম্যাচে মালদ্বীপের মেয়েদের ৬-০ গোলে বিধ্বস্ত করে প্রথমবারের মতো সাফ ফাইনালে উঠে রচনা করে বাংলাদেশ নারী ফুটবলের নতুন ইতিহাস।
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ২১ জানুয়ারি ২০১৭
এইচএল/এমআরপি