ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বার্সাকে হটিয়ে আবারো শীর্ষে রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
বার্সাকে হটিয়ে আবারো শীর্ষে রিয়াল বার্সাকে হটিয়ে আবারো শীর্ষে রিয়াল/ছবি: সংগৃহীত

কয়েক ঘণ্টার ব্যবধানে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে রিয়াল মাদ্রিদ। ব্যাপারটা অবশ্য অনুমিতই ছিল! দেপোর্তিভো আলাভেসকে ৬-০ গোলে বিধ্বস্ত করে সাময়িকভাবে নাম্বার ওয়ান পজিশনে বসেছিল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। কিন্তু, ওসাসুনার মাঠে রিয়ালের ৩-১ ব্যবধানের জয়ে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। তার ওপর গ্যালাকটিকোদের হাতে এখনো দুই ম্যাচ বাকি।

করিম বেনজেমার পাসে ২৪ মিনিটে রিয়ালকে লিড এনে দেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৯ মিনিট বাদেই স্বাগতিকদের ম্যাচে ফেরান ফরোয়ার্ড সার্জিও লিওন।

১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

খেলার ৬২ মিনিটে ভিজিটরদের এগিয়ে নেন স্প্যানিশ মিডফিল্ডার ইস্কো। ইনজুরি সময়ে ওসাসুনার সমতায় ফেরার স্বপ্নে জল ঢেলে দেন ইস্কোর স্বদেশী লুকাস ভাজকুয়েজ। পূর্ণ পয়েন্টের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে জিনেদিন জিদানের শিষ্যরা।

লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে আসা লস ব্লাঙ্কসদের সংগ্রহ ২০ ম্যাচে ৪৯। এক পয়েন্ট পিছিয়ে দুই ম্যাচ বেশি খেলা বার্সা। ২১ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে তিনে সেভিয়া। সমান ম্যাচে ৩৯ পয়েন্টে পঞ্চম স্থানে অ্যাতলেতিকো মাদ্রিদ। এক ম্যাচ বেশি খেলে দুই পয়েন্ট এগিয়ে  রিয়াল সোসিয়েদাদ। মাত্র ১০ পয়েন্টে (২২ ম্যাচ) একেবারে তলানিতে ওসাসুনা।

বাংলাদেশ সময়: ০৮৪০ ঘণ্টা, ১২ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।