ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

জয়ের ধারায় ইউনাইটেড, লিভারপুলের প্রথম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
জয়ের ধারায় ইউনাইটেড, লিভারপুলের প্রথম জয়ের ধারায় ইউনাইটেড, নতুন বছরে লিগ ম্যাচে লিভারপুলের প্রথম জয়/ছবি: সংগৃহীত

প্রিমিয়ার লিগে ২০১৭ সালে প্রথম জয়ের দেখা পেল লিভারপুল। অন্যদিকে, চ্যাম্পিয়নস লিগের রেসে ছুটছে মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে টটেনহামকে ২-০ গোলে লিভারপুল ও ওয়াটফোর্ডকে সমান ব্যবধানে হারিয়েছে রেড ডেভিলসরা।

এর আগে টানা দুই ম্যাচ পর জয়ের দেখা পায় আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল। চেলসির কাছে ৩-১ গোলে পরাজয়ের হতাশা ভুলে হাল সিটিকে ২-০ ব্যবধানে হারিয়ে মাঠ ছাড়ে গানাররা।

অক্ষুন্ন রাখে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থান।

...ওল্ড ট্রাফোর্ডে প্রথমার্ধের ৩২ মিনিটের মাথায় অ্যান্থোনি মার্শালের পাসে ম্যানইউকে লিড এনে দেন স্প্যানিশ মিডফিল্ডার হুয়ান মাতা। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। ৬০ মিনিটে নিজেই স্কোরশিটে নাম লেখান তরুণ ফেঞ্চ ফরোয়ার্ড মার্শাল। যার নেপথ্য কারিগর সু্ইডিশ আইকন জ্লাতান ইব্রাহিমোভিচ।

অ্যানফিল্ডে নতুন বছরে প্রথমবারের মতো লিগ ম্যাচে অল রেডসদের জয়ের উপলক্ষে এনে দেন সাদিও মানে। দুই মিনিটের (১৬ ও ১৮) মধ্যেই জোড়া গোলে লিভারপুল দর্শকদের উল্লাসে মাতান ২৪ বছর বয়সী এ সেনেগাল ফরোয়ার্ড।

...পয়েন্ট টেবিলে ২৫ ম্যাচ শেষে ৪৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে লিভারপুল। এক পয়েন্ট পিছিয়ে ছয়ে ম্যানইউ। চ্যাম্পিয়নস লিগের পরবর্তী আসরে সরাসরি জায়গা পেতে থাকতে হবে শীর্ষ চারের মধ্যে। আর্সেনালের সমান পঞ্চাশ পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে টটেনহাম। শীর্ষে থাকা চেলসির সংগ্রহ ২৪ ম্যাচে ৫৯। সমান ম্যাচে লিভারপুলের সমান পয়েন্টে পাঁচে ম্যানসিটি।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, ১২ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।