ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

একই গ্রুপে ঢাকা মোহামেডান ও চট্টগ্রাম আবাহনী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
একই গ্রুপে ঢাকা মোহামেডান ও চট্টগ্রাম আবাহনী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে ট্রফি উন্মোচনের পর ‘ড্র’ আয়েজন করা হয় আসন্ন ‘শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ২০১৭’ এর। দুটি গ্রুপে মোট আটটি দলকে বিভক্ত করা হয়েছে এই ড্রয়ের মাধ্যমে। একই গ্রুপে রয়েছে ঢাকা মোহামেডান ও চট্টগ্রাম আবাহনী।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আসন্ন টুর্নামেন্টের ড্র আয়োজন করা হয়।

ড্র’তে ‘এ’ ও ‘বি’ দুটি গ্রুপ করা হয়েছে।

গ্রুপ ‘এ’তে মুখোমুখি হবে ঢাকা আবাহনী, কিরগিজস্তানের এফসি আলগা, দক্ষিণ কোরিয়ার পচেওন এফসি ও মালদ্বীপের টিসি স্পোর্টস।

গ্রুপ ‘বি’তে রয়েছে আফগানিস্তানের শাহিন আসমায়ী, নেপালের মানাং মার্সিয়াংদি, ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব ও চট্টগ্রাম আবাহনী।

প্রত্যেক দল গ্রুপ পর্বে তিনটি করে ম্যাচ খেলবে। প্রত্যেক গ্রুপের সেরা দুই দল সেমি ফাইনালে যাবে।

একই গ্রুপে ঢাকা মোহামেডান ও চট্টগ্রাম আবাহনীপ্রথম দিনের খেলা ঢাকা আবাহনী ও টিসি স্পোর্টসের মধ্যে অনুষ্ঠিত হবে। একই দিনের দ্বিতীয় খেলাটি অনুষ্ঠিত হবে আলগা এফসি ও পচেওন এফসির মধ্যে।

ড্র শেষে ঢাকা আবাহনীর টিম ম্যানেজার সত্যজিৎ দাস রুপু বাংলানিউজকে জানান, ‘এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই টিম যাবে। একাধিক বিদেশি খেলোয়াড় আমাদের স্কোয়াডে বিবেচনায় রাখা হয়েছে। ’

১৮ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টের আসর বসছে। চলবে ২ মার্চ পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, ১৩ ফেব্রুয়ারি ২০১৭
জেএইচ/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।