ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

র‌্যাংকিংয়ে ব্রাজিল-আর্জেন্টিনার আধিপত্য

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
র‌্যাংকিংয়ে ব্রাজিল-আর্জেন্টিনার আধিপত্য র‌্যাংকিংয়ে ব্রাজিল-আর্জেন্টিনার আধিপত্য/ছবি: সংগৃহীত

ফুটবলের শীর্ষস্থান যথারীতি আর্জেন্টিনার দখলে। লিওনেল মেসিদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে নেইমারের ব্রাজিল। আগের তৃতীয় স্থানেই বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। এদিকে, তিন ধাপ অবনমনে ১৯৩-তে নেমে গেছে বাংলাদেশ। রেটিং পয়েন্ট ৭০ থেকে কমে দাঁড়িয়েছে ৫৭।

সবশেষ ফিফা ওয়ার্ল্ড র‌্যাংকিংয়ে বড় কোনো পরিবর্তন নেই। শীর্ষ ২০টি অবস্থান অনেকটাই অপরিবর্তিত।

মাত্র চারটি ‘এ’ শ্রেণির আন্তর্জাতিক ম্যাচ বিবেচনায় নিয়ে মার্চ এডিশনের র‌্যাংকিং প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

দুই ধাপ এগিয়ে নিজেদের ফুটবল ইতিহাসে সেরা র‌্যাংকিংয়ে পোল্যান্ড। সমান ১১২১ রেটিং পয়েন্টে ওয়েলসের সঙ্গে যৌথভাবে ১২ নম্বরে পোলিশরা। এক ধাপ পিছিয়েছে ইংল্যান্ড (১৪তম)। অন্যদিকে, তিন ধাপ এগিয়ে শীর্ষ ২০-এ ‍জায়গা করে নিয়েছে মিশর।

আর্জেন্টিনা-ব্রাজিল-জার্মানি তিন জায়ান্টের রেটিং পয়েন্ট ১৬৪৪, ১৫৩৪, ১৪৪৩। শীর্ষ দশের বাকি সাতটি দেশ যথাক্রমে চিলি (১৩৮৯), বেলজিয়াম (১৩৭৯), ফ্রান্স (১৩১৮), কলম্বিয়া (১৩১২), পর্তুগাল (১২৪০), উরুগুয়ে (১২০০) ও স্পেন (১১৬২)।

এছাড়া, উল্লেখ্যযোগ্য দেশগুলোর মধ্যে সুইজারল্যান্ড (১১তম) ইতালি (১৫), ক্রোয়েশিয়া (১৬), মেক্সিকো (১৭) কোস্টারিকা (১৯), নেদারল্যান্ড (২১), যুক্তরাষ্ট্র (-১, ৩০), সুইডেন (-১, ৪৫), ২০১৮ বিশ্বকাপের আয়োজক রাশিয়া (+১, ৬০) ও গত মাসে ২৯ ধাপ উন্নতি করা আফ্রিকান চ্যাম্পিয়ন ক্যামেরুন আরো এক ধাপ এগিয়ে ৩২তম অবস্থানে নাম লিখিয়েছে।

পরবর্তী ফিফা র‌্যাংকিং প্রকাশিত হবে আগামী ৬ এপ্রিল।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ৯ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।