ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

খেলোয়াড়রাই সরাচ্ছে ‘বুড়ো দাদু’কে!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৬ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
খেলোয়াড়রাই সরাচ্ছে ‘বুড়ো দাদু’কে! ওয়েঙ্গারের পাশে অরি-ছবি:সংগৃহীত

আর্সেন ওয়েঙ্গার কি আগামী মৌসুমেও আর্সেনাল কোচ থাকবেন? এমন প্রশ্ন এখন পুরো ফুটবল বিশ্বের। তবে সারা বিশ্ব যখন আর্সেনালের ‘বুড়ো দাদু’ খ্যাত ওয়েঙ্গারের কটাক্ষে ব্যস্ত, ঠিক তখনই আর্সেনাল কোচ পাশে পেলেন জেমি রেডন্যাপ ও তার সাবেক ছাত্র থিয়েরি অরিকে।

ওয়েস্ট ব্রমের বিরুদ্ধে আর্সেনালের খারাপ পারফরম্যান্স দেখে অবাক রেডন্যাপ। যার মতে, কোচের ওপর চাপ বাড়াতে ইচ্ছাকৃতভাবেই খারাপ পারফরম্যান্স দিচ্ছে আর্সেনাল।

তিনি বলেন, ‘যখন কোনো ম্যানেজারকে সরাতে হয় তখনই এতটা খারাপ খেলে কোনো দল। আর্সেনালের খেলা দেখেও মনে হচ্ছে আর কেউ ওয়েঙ্গারের কোচিংয়ে খেলতে চাইছে না। ইচ্ছাটাই চলে গিয়েছে। ’ 

ওয়ালকট-বেলেরিনদের বিরুদ্ধে তোপ দেগে সাবেক লিভারপুল তারকা রেডন্যাপ যোগ করেন, ‘ওয়েঙ্গার সব সময় নিজের ফুটবলারদের পাশে থেকেছে। ফুটবলাররা কোনো ভুল করলেও বাঁচিয়ে এসেছে। আর আজ সেই ফুটবলাররাই এতটা খারাপ খেলছে। ফুটবলারদের লজ্জা হওয়া উচিত। ’

ওয়েঙ্গারের অধীনে সবচেয়ে সফল ফুটবলার থিয়েরি অরি এ ব্যাপারে বলেন, ‘আর্সেনাল শুধু বল দখলেই ছিল। ৭০ শতাংশ বল পজিশন নিয়ে কোনো সুযোগ তৈরি না করতে পারলে লাভ কী? প্রিমিয়ার লিগে জিততে গেলে আরও ভালো খেলতে হয়। জেতার খিদে দেখাতে হয়। সে সব পেলাম না এই আর্সেনাল দলে। ’

ওয়েঙ্গারের ভবিষ্যৎ ছাড়াও অ্যালেক্সিস সানচেজের ফিটনেস নিয়েও রয়েছে ধোঁয়াশা। ওয়েস্ট ব্রম ম্যাচে চোট পান সানচেজ। ওয়েঙ্গার জানান, ‘সানচেজের চোট কতটা গুরুতর সেটা বোঝা যাচ্ছে না। ’

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, ২০ মার্চ, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।