ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

স্পেন-ইতালির জয়ের রাতে পর্তুগালের হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
স্পেন-ইতালির জয়ের রাতে পর্তুগালের হার নিজ শহরে নিজের প্রথম ম্যাচে হারের স্বাদ নিয়েছেন রোনালদো/ছবি: সংগৃহীত

হোমটাউনে পর্তুগালের জার্সিতে নিজের প্রথম ম্যাচে হারের হতাশায় ডোবেন ক্রিস্টিয়ানো রোনালদো। শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে ৩-২ ব্যবধানের জয় তুলে নেয় সুইডেন। হাইভোল্টেজ অপর প্রীতি ম্যাচে ফ্রান্সকে তাদের মাঠেই ২-০ গোলে হারিয়েছে স্পেন। নেদারল্যান্ডসের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে ইতালি।

...রোনালদোর গোলেই (১৮ মিনিট) প্রথমে লিড নেয় পর্তুগাল। ৩৪ মিনিটে সুইডিশ ডিফেন্ডার আন্দ্রেস গ্রাঙ্কভিস্ট আত্মঘাতী গোল করে বসেন।

২-০ তে এগিয়ে যায় স্বাগতিকরা। ৫৭ ও ৭৬ মিনিটে জোড়া গোলে সুইডেনকে সমতায় ফেরান মিডফিল্ডার ভিক্টর ক্লাইসন। ইনজুরি সময়ে রোনালদোর নিজ শহরের ম্যাচে খলনায়ক বনে যান পর্তুগিজ তরুণ ডিফেন্ডার জো কানসেলো।

...প্যারিসে স্পেনের কাছে হারের স্বাদ নেয় ফ্রান্স। প্রথমার্ধ থাকে গোলশূন্য। ৬৮ মিনিটে পেনাল্টি থেকে স্প্যানিশদের লিড এনে দেন মিডফিল্ডার ডেভিড সিলভা। ৯ মিনিট বাদেই ব্যবধান দ্বিগুন করেন উঠতি ফরোয়ার্ড জেরার্ড ডিউলোফেউ। ম্যাচে ফিরতে মরিয়া জিরুদ-গ্রিজম্যানদের হতাশা সঙ্গী করেই মাঠ ছাড়তে হয়।

...অামস্টারডামে খেলা শুরুর ১০ মিনিটে ইতালিয়ান ডিফেন্ডার অ্যালেসিও রোমাগনোলির আত্মঘাতী গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। এক মিনিট না যেতেই ভিজিটরদের সমতায় ফেরান ফরোয়ার্ড এডার। ৩২ মিনিটে স্বাগতিকদের জালে বল পাঠান লিওনার্দো বোনুচ্চি। ২-১ ব্যবধানেই ম্যাচের নিষ্পত্তি ঘটে।

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, ২৯ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।