ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

‘আমি শুধুই দিবালা, মেসি-ম্যারাডোনা নই’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
‘আমি শুধুই দিবালা, মেসি-ম্যারাডোনা নই’ ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার জার্সি গায়ে ২০১৫ সালে তিনটি আর ২০১৬ সালে তিনটি ম্যাচ খেলেছিলেন পাওলো দিবালা। এ বছর কোনো ম্যাচেই আকাশী-নীল জার্সি গায়ে নামা হয়নি তার। আর্জেন্টিনার হয়ে মাত্র ৬টি ম্যাচ খেললেও ২৩ বছর বয়সী দিবালাকে ফুটবল বিশ্ব দেখছে আরেক লিওনেল মেসি হিসেবে। ক্লাব ক্যারিয়ারে দিবালার গোল উদযাপনের ভঙ্গিও মেসির মতো।

কিন্তু, পাঁচবারের ব্যালন ডি অর জয়ী মেসির মতো নিজেকে দাবি করছেন না দিবালা নিজেই। মেসির উত্তরসূরি ভাবা দিবালা নিজেকে মেসির আড়ালেই ধরে রাখতে চাইছেন।

আর্জেন্টাইন ফুটবলের বর্তমান অধিনায়ক মেসিকে নিজের আইডল হিসেবেই দেখছেন দিবালা। জাতীয় এই নায়ক প্রসঙ্গে দিবালা জানান, ‘যারা আমাকে মেসির সঙ্গে তুলনা করছেন, তারা বোকা। আমি মোটেই মেসির মতো নই। আমি দিবালা। শুধুই দিবালা। আর দিবালা হয়েই থাকতে চাই। মেসির সঙ্গে আমার তুলনা করা ঠিক নয়। ’

২০১৫ সালে পালেরমো ছেড়ে চার কোটি ইউরো ট্রান্সফার ফিতে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে নাম লেখান আর্জেন্টিনার উঠতি তারকা ফরোয়ার্ড দিবালা। দিবালা আগুনেই পুড়তে হচ্ছে বাকি সব ইতালিয়ান ক্লাবগুলোকে। তার সাবেক ক্লাব পালেরমো সভাপতি মরিসিও জাম্পারিনি বলেছিলেন, ‘বর্তমানের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির মতো হয়ে উঠতে যা যা দরকার তার সবই দিবালার আছে। আমি তাকে দেখছি নতুন মেসি হিসেবে। আর ওর দামও হওয়া উচিত ১৪০-১৫০ মিলিয়ন পাউন্ড। ’

দিবালার মতে, ‘মেসি একজনই। সে বিশ্বসেরা ফুটবলার। যেমনি ছিলেন ম্যারাডোনা। আপনি কোনো ফুটবলারকে অন্য কোনো ফুটবলারের স্থান দিতে পারেন না। এটা আমার ক্ষেত্রেও করবেন না। মেসি-ম্যারাডোনা প্রত্যেকেই চ্যাম্পিয়ন ফুটবলার। আমি নিজের সেরাটা দিয়েই তাদের চাহিদা পূর্ণ করতে চাই। ’

জুভেন্টাসে দারুণ জমে উঠেছে দুই আর্জেন্টাইন দিবালা-হিগুয়েইন জুটি। দুই মৌসুম না খেলেই জুভিদের হয়ে ৭৮ ম্যাচ খেলে করেছেন ৩৭ গোল।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, ১০ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।