ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

লিচেস্টারকে বিদায় করে সেমিতে অ্যাতলেতিকো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৯ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
লিচেস্টারকে বিদায় করে সেমিতে অ্যাতলেতিকো লিচেস্টারকে বিদায় করে সেমিতে অ্যাতলেতিকো/ছবি: সংগৃহীত

চার মৌসুমের মধ্যে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে অ্যাতলেতিকো মাদ্রিদ। হোম ম্যাচে ১-১ গোলের ড্র শেষ আট থেকে বিদায় নিয়েছে ইংলিশ চ্যাম্পিয়ন লিচেস্টার সিটি। অন্যদিকে, ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে বায়ার্ন মিউনিখকে উড়িয়ে দিয়েছে অ্যাতলেতিকোর নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।

প্রথম লেগে ১-০ ব্যবধানের জয় নিয়ে কিং পাওয়ার স্টেডিয়ামে নামে দিয়েগো সিমিওনের শিষ্যরা। ২৬ মিনিটে ভিজিটরদের লিড এনে দেন উঠতি স্প্যানিশ মিডফিল্ডার সাউল নিগুয়েজ।

এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় অ্যাতলেতিকো।

ম্যাচে ফিরতে মরিয়া স্বাগতিকদের ৬১ মিনিটের ‍মাথায় সমতায় ফেরান জেমি ভার্ডি। অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে দুই লেগ মিলিয়ে তখন ২-১ অ্যাগ্রিগেটে সুবিধাজনক অবস্থানে অ্যাতলেতিকো। সেমিতে উঠতে হলে রক্ষণভাগ সুরক্ষিত রাখার পাশাপাশি আরও দু’টি গোল করতে হতো লিচেস্টারকে।

শেষ পর্যন্ত হোম ভেন্যুতে একরাশ হতাশাই সঙ্গী হয় তাদের। প্রিমিয়ার লিগ জিতে রূপকথার জন্ম দেওয়া লিচেস্টারের চ্যাম্পিয়নস লিগ স্বপ্নের দৌড় শেষ হয় কোয়ার্টারে।  রোনালদোর হ্যাটট্রিকে ছিটকে গেলো বায়ার্ন

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, ১৯ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।