ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সুয়ারেজের জোড়া গোলে শীর্ষে বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
সুয়ারেজের জোড়া গোলে শীর্ষে বার্সা সুয়ারেজের জোড়া গোলে শীর্ষে বার্সা-ছবি:সংগৃহীত

লুইস সুয়ারেজের জোড়া গোলে ডার্বি ম্যাচে এসপানিওলের বিপক্ষে ৩-০ গোলে জয় পেল বার্সেলোনা। লা লিগার ম্যাচে কাতালুনিয়া অঞ্চলে নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে এ জয়ে শীর্ষে অবস্থান করছে লুইস এনরিকের শিষ্যরা। দলের হয়ে অন্য গোলটি করেন ইভান রাকিটিচ।

এদিন এসপানিওলের মাঠ স্তাদিও কোরনেলা-এল পার্টে আতিথিয়েতা নিতে যায় বার্সা। তবে ম্যাচে প্রথমার্ধ অনেক চেষ্টা করেও কোনো গোলের দেখা পায়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

ফলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দলটি।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়িয়ে দেয় বার্সা। ফলাফলও পায় খুব দ্রুত। প্রতিপক্ষের ফুটবলার জুরোদোর ব্যাক পাসে মাঝ মাঠে বল পেয়ে যান সুয়ারেজ। আর সেখান থেকে ম্যাচের ৫০ মিনিটে ফাঁকা পেয়ে নিজের একক দক্ষতায় এসপানিওলের গোলরক্ষক দিয়েগো লোপেজকে পরাস্থ করে দলের লিড নেন তিনি।

খেলার ৭৬ মিনিটে সফরকারীদের লিড দ্বিগুণ করেন মিডফিল্ডার রাকিটিচ। এবার লিওনেল মেসির পাস থেকে অসাধারণ গোলটি করেন ক্রোয়েশিয়ান এ তারকা। তবে ম্যাচের অন্তিম মুহূর্তে দলের বড় জয় নিশ্চিত করেন সুয়ারেজ।

নিষেধাজ্ঞা থেকে ফেরত নেইমারের শট এসপানিওলের ডিফেন্ডার অ্যারন মার্টিন ঠিক মতো ক্লিয়ার করতে না পারলে বল পেয়ে যান সুয়ারেজ। পরে সেখান থেকেই নিজের জোড়া গোল পূর্ণ করেন উরুগুইয়ান স্ট্রাইকার।

এ জয়ের ফলে ৩৫ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষেই রইল বার্সা। যদিও এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয়স্থানে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।

বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, ৩০ এপ্রিল, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।