ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

চ্যাম্পিয়নস লিগে লিভারপুল, ইউরোপা লিগে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৩ ঘণ্টা, মে ২২, ২০১৭
চ্যাম্পিয়নস লিগে লিভারপুল, ইউরোপা লিগে আর্সেনাল চতুর্থ স্থানে থেকে প্রিমিয়ার লিগ শেষ করে চ্যাম্পিয়নস লিগে জায়গা নিয়েছে লিভারপুল/ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের ২০১৬-১৭ মৌসুম শেষ। শেষ দিনে প্রত্যাশিত জয় নিয়ে মাঠ ছাড়ে সব জায়ান্ট টিম। চ্যাম্পিয়নস লিগের পরবর্তী মৌসুমের প্লে-অফ নিশ্চিত করেছে লিভারপুল। ছিটকে গেছে আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল। খেলতে হবে ইউরোপা লিগে।

১৯৯৬ সালে ওয়েঙ্গার আর্সেনালের কোচ হওয়ার পর এ প্রথম চ্যাম্পিয়নস লিগের বাইরে ইংলিশ জায়ান্টরা। পঞ্চম স্থানে থেকে মৌসুম শেষ করেছে গানাররা।

আর্সেনাল ও লিভারপুলের পয়েন্টের পার্থক্য মাত্র এক। অল রেডসরা হোঁচট খেলেই শেষ চারের স্বপ্ন পূরণ হতো গানারদের। সেই সুযোগ দেয়নি ইয়োর্গেন ক্লপের শিষ্যরা। মিডলসব্রোকে ৩-০ গোলে হারিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। এভারটনকে ৩-১ ব্যবধানে হারায় আর্সেনাল।

লিভারপুলের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। মৌসুমের শেষ ম্যাচে ওয়াটফোর্ডের মাঠ থেকে ৫-০ গোলের দাপুটে জয় উদযাপন করে সিটিজেনরা। শিরোপাধারী চেলসির কাছে ৫-১ ব্যবধানে হেরে গেছে সান্ডারল্যান্ড। দুইয়ে থাকা টটেনহাম হাল সিটির মাঠে গিয়ে রীতিমতো গোল উৎসবই (৭-১) করে।

আগেই শীর্ষ চারের দৌড় থেকে ছিটকে পড়া ম্যানচেস্টার ইউনাইটেড জয় দিয়ে মৌসুম শেষ করেছে। ওল্ড ট্রাফোর্ডে ক্রিস্টাল প্যালেসকে ২-০ ব্যবধানে হারিয়েছে হোসে মরিনহোর শিষ্যরা। গতবারের লিগ চ্যাম্পিয়ন লিচেস্টার সিটি হোম ভেন্যুতে বোর্নমাউথের বিপক্ষে ১-১ গোলের ড্রয়ের হতাশায় ডোবে।

চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে যেতে হলে প্লে-অফের বাধা পেরোতে হবে লিভারপুলকে। হেরে গেলে নেমে আসতে হবে ইউরোপা লিগে। ষষ্ঠ স্থানে থাকা ম্যানইউর সামনে এখন চ্যাম্পিয়নস লিগ খেলার হাতছানি! ইউরোপা লিগের এবারের আসরে শিরোপা জিতলেই তা নিশ্চিত হয়ে যাবে। ২৪ মে’র শিরোপা লড়াইয়ে রেড ডেভিলসদের প্রতিপক্ষ আয়াক্স।

ইপিএল মৌসুম শেষে পয়েন্ট টেবিলে টাইটেল হোল্ডার চেলসির সংগ্রহ ৩৮ ম্যাচে ৯৩। সাত পয়েন্ট পিছিয়ে টটেনহাম। ম্যানসিটির ৭৮ ও ৭৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে লিভারপুল। পাঁচ নম্বরে আর্সেনাল (৭৫) ও ৬৯ পয়েন্টে ছয়ে ম্যানইউ। ১২তম অবস্থানে লিচেস্টার (৪৪)।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, ২২ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।