ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ফেভারিট হয়ে সেমিতে আবাহনী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, মে ২৬, ২০১৭
ফেভারিট হয়ে সেমিতে আবাহনী ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দাপটের সঙ্গে খেলেই ফেডারেশন কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে আবাহনী। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে কাঙ্খিত জয় নিয়ে শেষ চারে পা রেখেছে দ্রাগো মামিচের শিষ্যরা।

শুক্রবার (২৬ মে) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফেডারেশন কাপের তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলতে নামে এ দু’দল।

প্রথমার্ধ থেকে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে আবাহনী।

ছোট ছোট পাসে ব্রাদার্সকে কিছুটা বিব্রত করে তুলেছিল অল ব্লুরা। আকাশী-নীল শিবিরদের গোল আসতে যদিও একটু সময় লেগেছে।

৪২ মিনিটের মাথায় ডি বক্সের বাম প্রান্ত থেকে ঢুকে সোহেল রানার বাড়ানো পাস পা ঠুকে বল জালে জড়িয়েছে মোহাম্মদ নবীব নেওয়াজ জীবন। এরপরে অবশ্য আরেকটি আত্মঘাতী গোলে আবারও পিছিয়ে পড়ে সুব্রত শিষ্যরা। ৭৯ মিনিটে রুবেল মিয়া আলতো শট গোলবার থেকে বাঁচাতে গিয়ে উল্টো ওন গোল খেয়ে বসে ব্রাদার্স।

তবে ম্যাচের অতিরিক্ত সময়ে গোল শোধ করে ফেলে সিয়ো জুনাপিও। ফ্রি-কিক থেকে অসাধারণ শটে বল ঠিকানা খুঁজে পেলেও হার এড়াতে যথেষ্ট ছিল না।

আবাহনী ২-১ ব্যবধানে জিতে সেমিতে শেখ জামালকে পাচ্ছে। ম্যাচটি ২ জুন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ২৬ মে, ২০১৬
জেএইচ/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।