ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

অ্যাতলেতিকোর ট্রান্সফার নিষেধাজ্ঞার আপিল খারিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, জুন ১, ২০১৭
অ্যাতলেতিকোর ট্রান্সফার নিষেধাজ্ঞার আপিল খারিজ ট্রান্সফার নিষেধাজ্ঞার আপিল খারিজ হওয়ায় সামার ট্রান্সফার উইন্ডোতে স্কোয়াডে কোনো খেলোয়াড় যোগ করতে পারবেন না অ্যাতলেতিকো কোচ দিয়েগো সিমিওন (মাঝে)/ছবি: সংগৃহীত

ফিফার আরোপিত ট্রান্সফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা অ্যাতলেতিকো মাদ্রিদের আপিল খারিজ করে দিয়েছেন সর্বোচ্চ ক্রীড়া আদালত কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস)। অর্থাৎ, ২০১৮ সালের জানুয়ারির আগ পর্যন্ত তারা খেলোয়াড় কিনতে পারবে না।

১৮ বছরের কম বয়সী বিদেশি খেলোয়াড়ের ট্রান্সফার নিয়ম ভঙ্গ করায় দু’টি ট্রান্সফার উইন্ডোতে খেলোয়াড় কেনার ওপর অ্যাতলেতিকোকে নিষিদ্ধ করে ফিফার শৃঙ্খলা কমিটি।

পরে ফিফার আপিল কমিটির কাছে আপিল করলেও কোনো লাভ হয়নি।

এ বছরের জানুয়ারির দলবদলের বাজারে প্রথম ট্রান্সফার নিষেধাজ্ঞা ভোগ করে অ্যাতলেতিকো।

সর্বোচ্চ ক্রীড়া আদালতও অ্যাতলেতিকোর আপিল আমলে নেয়নি। তাই ২০১৭-১৮ সিজন সামনে রেখে তারা কোনো খেলোয়াড় যোগ করতে পারবে না। সামার ট্রান্সফার উইন্ডোতে থাকবে হবে দর্শক ভূমিকায়।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ১ জুন, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।