ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

খেলা শেষে পদপিষ্ট হয়ে আহত ১০০ সমর্থক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৪ ঘণ্টা, জুন ৪, ২০১৭
খেলা শেষে পদপিষ্ট হয়ে আহত ১০০ সমর্থক ছবি:সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ম্যাচ চলাকালীন ইতালির তুরিনে মারাত্মক এক দুর্ঘটনা ঘটে গেল। যেখানে প্রায় ১শ’ সমর্থম পদপিষ্ট হয়েছে বলে জানা যায়। তুরিন স্কয়ারে খেলা দেখার সময় বোমাতঙ্কে ছত্রভঙ্গ হওয়ায় এমন ঘটনা ঘটে।

ইতালির সংবাদমাধ্যমের খরব অনুযায়ী অন্তত ৪শ’ মানুষ হালকা আঘাত পেয়েছেন। আর পাঁচ জন গুরুতর আহত হয়েছেন।

যেখানে সাত বছরের শিশুও ছিল।

জুভেন্টাসকে কাঁদিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতে রেকর্ডবুকে নাম লেখায় জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ। ইতালিয়ানদের ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে অবিস্মরণীয় জয় তুলে নেয় স্প্যানিশরা। এদিন সান কারলো স্কয়ারে ১ হাজারেরও বেশি সমর্থক বড় পর্দায় ফাইনাল উপভোগ করছিলেন। কিন্তু দ্বিতীয়ার্ধ শেষে নিজেদের দল জুভেন্টাস যখন রিয়াল মাদ্রিদের কাছে ৪-১ গোলে হেরে যায়, তখন সেখানে বাজি ফাটার আওয়াজ শোনা যায়৷ কিন্ত উপস্থিত জুভ ফ্যানেরা সেটাকে বিস্ফোরণের শব্দ ভেবেই ভুল করে৷ আর তাতেই ঘটে যায় বিপত্তি৷ প্রাণ বাঁচাতে যে যার মতো দৌড়াতে শুরু করেন৷

ঘটনার পর রাস্তায় ব্যাগ আর জুতো ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে৷ প্রচুর সমর্থক দিকভ্রান্ত হয়ে বন্ধুবান্ধব ও প্রিয়জনদের খুঁজতে শুরু করে দেন৷ পুলিশ সেখানে একটি তথ্য কেন্দ্র চালু করেছে৷ তবে আদৌ বাজি নাকি অন্য কোনো কারণে ভীতি ছড়িয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ৷

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ০৪ জুন, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।