ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ইউটিউবে জনপ্রিয়তার শীর্ষে বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৭ ঘণ্টা, জুন ৬, ২০১৭
ইউটিউবে জনপ্রিয়তার শীর্ষে বার্সা ছবি: সংগৃহীত

ভিডিও শেয়ারিংয়ের জনপ্রিয় মাধ্যম ইউটিউবে নতুন উচ্চতায় পা রাখলো বার্সেলোনা। বিশ্বের প্রথম স্পোর্টস ক্লাব হিসেবে সাবস্ক্রাইবার সংখ্যা ৩ মিলিয়ন (৩০ লাখ) ছাড়িয়ে গেছে স্প্যানিশ জায়ান্টরা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ খানিকটা পিছিয়ে।

ইউটিউবে বার্সার অগ্রাযাত্রার শুরু ১১ বছর আগে। এরপর থেকে সবসময়ই তারা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মের লিডার।

সবচেয়ে বেশি ভক্ত যথাক্রমে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, মেক্সিকো ও স্পেনে। গত বছর ক্লাবের সমর্থক চমকপ্রদভাবে বৃদ্ধি পায়।

গত ৩৬৫ দিনে ৬ লাখ ৭০ হাজারের অধিক সাবস্ক্রাইবার যোগ দিয়েছেন। এ সময়ের মধ্যে দেখা হয়েছে ৪২০ মিলিয়ন ঘণ্টার কনটেন্ট। চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে ঐতিহাসিক প্রত্যাবর্তন দেখেছেন সাত দিনে ৬৯ হাজার নতুন সাবস্ক্রাইবার। বছরের সবচেয়ে বেশি দেখা কনটেন্ট অন্তিম মুহূর্তে সার্জি রবার্তোর উইনিং গোলের পর মাঠে খেলোয়াড়দের বাঁধভাঙা উদযাপন।

ইউটিউবে বিশ্বের বড় ফুটবল ক্লাবের মধ্যে প্রতিদ্বন্দ্বীদের চেয়ে বার্সার অবস্থান বেশ সমৃদ্ধ। এ রিপোর্ট লেখা অবধি বার্সার সাবস্ক্রাইবার সংখ্যা ৩,০২২,১৭০। নিকটতম প্রতিদ্বন্দ্বী যথাক্রমে রিয়াল মাদ্রিদ (২,৩৮৩,৮৯১), ম্যানচেস্টার সিটি (৮৯৩,১১৪), বায়ার্ন মিউনিখ (৬৯৫,৮১৫), আর্সেনাল (৬২৭,৯৫৫), চেলসি (৬২৭,৬৭৪)।

ভিডিও শেয়ারিংয়ে ওয়ার্ল্ডের মূল প্ল্যাটফর্মে বার্সার সাফল্যের নেপথ্যে এন্টারটেইনমেন্ট, ফান, স্কোয়াড, লিজেন্ড ও রেগুলার কনটেন্টের ওপর ফোকাস রাখা।

৩ মিলিয়ন ফলোয়ার বার্সার ডিজিটাল লিডারশিপকে আরও একবার জোরদার করলো। ২০১৭ সালেই সোস্যাল মিডিয়া সাইটে অনন্য মাইলফলকে পৌঁছায় বার্সার অফিসিয়াল পেজ। ফেসবুকে ১০০ মিলিয়ন এবং প্রথম স্পোর্টস ক্লাব হিসেবে ইন্সটাগ্রামে ৫০ মিলিয়ন ফলোয়ার অতিক্রম করে।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, ৬ জুন, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।