ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

টানা পাঁচবার বর্ষসেরা রিয়াল তারকা মডরিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, জুন ১০, ২০১৭
টানা পাঁচবার বর্ষসেরা রিয়াল তারকা মডরিচ ছবি: সংগৃহীত

টানা পঞ্চমবারের মতো ক্রোয়েশিয়ার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন লুকা মডরিচ। ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের জার্সিতে দুর্দান্ত একটি মৌসুমের পুরস্কারস্বরূপ জাতীয় সর্বোচ্চ অ্যাওয়ার্ড নিজের দখলে রাখলেন ৩১ বছর বয়সী এ মিডফিল্ডার।

রিয়ালের হয়ে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা উদযাপন করেন মডরিচ। জিদেদিন জিদানের দলের অপরিহার্য সদস্য তিনি।

ক্লাবের সাফল্যে মারিও মান্দজোকিচ, ইভান রাকিটিচ ও ইভান পেরিসিককে ছাপিয়ে আবারো ক্রোয়িশিয়ার সেরা খেলোয়াড়ের আসনে মডরিচ।

টটেনহাম ছেড়ে ২০১২ সাল থেকে রিয়ালে খেলছেন মডরিচ। গ্যালাকটিকোদের হয়ে সব মিলিয়ে এখন পর্যন্ত ২১৪টি ম্যাচ খেলেছেন (লা লিগায় ১৪০)। জাতীয় দলের জার্সিতে ‘সেঞ্চুরি’ পূরণ করতে আর মাত্র চারটি ম্যাচ দূরে তিনি।

মডরিচ ও ক্রোয়েশিয়া এখন বিশ্বকাপ বাছাইয়ে আইসল্যান্ড ম্যাচের (১১ জুন) জন্য প্রস্তুত হচ্ছে। ‘আই’ গ্রুপে পাঁচ ম্যাচ শেষে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ক্রোয়েশিয়ানরা। তিন পয়েন্ট পিছিয়ে আইসল্যান্ড।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ১০ জুন, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।