ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কনফেডারেশনস কাপ মিশনে রোনালদোর পর্তুগাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৫ ঘণ্টা, জুন ১৮, ২০১৭
কনফেডারেশনস কাপ মিশনে রোনালদোর পর্তুগাল ছবি: সংগৃহীত

মেক্সিকো ম্যাচ দিয়ে ফিফা কনফেডারেশনস কাপ মিশনে নামছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হিসেবে প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ এ প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করছে পর্তুগিজরা।

রোববার (১৮ জুন) রাশিয়ার কাজান অ্যারেনায় বাংলাদেশ সময় রাত ৯টায় ম্যাচটি শুরু হবে। অন্যদিকে, মস্কোতে ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে (দিবাগত রাত ১২টায়) ক্যামেরুনকে মোকাবেলা করবে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি।

দু’দলের সবশেষ দু’বারের দেখায় জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল। ২০১৪ সালে প্রীতি ম্যাচে ১-০ গোলের জয় পেয়েছিল পর্তুগিজরা। তার আগে ২০০৬ বিশ্বকাপ ম্যাচে ২-১ ব্যবধানে হেরে যায় মেক্সিকো।

...এদিকে, দশম আসরের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী শুরু পেয়েছে স্বাগতিক রাশিয়া। পরবর্তী ম্যাচে (২১ জুন) তাদের সামনে পড়বে পর্তুগাল।

প্রসঙ্গত, বিশ্বকাপ সামনে রেখে আগের বছর মাঠে গড়ায় ফিফা কনফেডারেশনস কাপ। এতে স্বাগতিক দেশ ও বর্তমান বিশ্বকাপ  জয়ী দলের পাশাপাশি ছয়টি মহাদেশীয় চ্যাম্পিয়ন টিম অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, ১৮ জুন, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।