ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মেসিকে না পাওয়ায় আফসোস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৫ ঘণ্টা, জুন ২০, ২০১৭
মেসিকে না পাওয়ায় আফসোস মেসিকে না পাওয়ায় আফসোস-ছবি:সংগৃহীত

লিওনেল মেসি খেলছেন রিয়াল মাদ্রিদের হয়ে! শুনতে অবাক লাগছে, ব্যাপারটা তেমনই হতো, কেননা বার্সেলোনা তারকাকে এই রিয়ালেই চেয়েছিলেন ক্লাবটির প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজ। মেসিকে সান্থিয়াগো বার্নাব্যুতে পেলে ভালো লাগতো বলে জানালেন তিনি।

আর্জেন্টাইন অধিনায়ক অবশ্য মাত্র ১৩ বছর বয়সেই বার্সার যুব দলে যোগ দেন। পরিণত হয়ে কাতালানদের সঙ্গে জেতেন আটটি লা লিগা শিরোপা, চারটি চ্যাম্পিয়ন্স লিগ।

এছাড়া ব্যক্তিগত সংগ্রশালায় পাঁচটি ব্যালন ডি’অর যোগ করেন।

পেরেজ জানান, মেসিকে আনতে পারাটা হতো স্বপ্নের মতো। তবে স্বপ্ন স্বপ্নই থেকে যায় যখন বার্সা তাকে ছোট বয়সেই নিয়ে আসে।

এক রেডিও স্টেশনকে দেওয়া সাক্ষাতকারে পেরেজ বলেন, ‘অবশ্যই মেসিকে দলে নিতে পারাটা দারুণ হতো। তবে সে বার্সার যুব দল থেকেই খেলছে। ফলে এটা কখনোই সম্ভব হয়নি। ’

মেসি ২০০১ সালে শৈশবের ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজ থেকে বার্সায় পাড়ি দেন। প্রথম ‘সি’ ও পরে ‘বি’ টিম হয়ে ২০০৪ সালে সিনিয়র দলে অভিষেক হয় তার। ২৯ বছর বয়সী এ তারকা এখন পর্যন্ত বার্সার হয়ে ৫৮৩টি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলে ৫০৭টি গোল করেছেন। যেখানে জাতীয় দল আর্জেন্টিনার হয়ে ১১৮টি ম্যাচে ৫৮ গোল করেছেন।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, ২০ জুন, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।