ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সেমির অপেক্ষা বাড়লো চিলি-জার্মানির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৮ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
সেমির অপেক্ষা বাড়লো চিলি-জার্মানির ছবি: সংগৃহীত

আলেক্সিস সানচেজের রেকর্ডময় ম্যাচে এগিয়ে থেকেও জার্মানির বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে চিলি। কনফেডারেশনস কাপে দু’দলের সেমিফাইনালের অপেক্ষাটাও বাড়লো। ‘বি’ গ্রুপের শেষ ম্যাচ ডে’তে শেষ চারের ভাগ্য নির্ধারিত হবে।

চিলির সর্বকালের সর্বোচ্চ গোলস্কোরারের আসনে বসেন সানচেজ। ছাড়িয়ে যান স্বদেশী আইকন মার্সেলো সালাসকে।

আন্তর্জাতিক ফুটবলে ক্যারিয়ারের ৩৮তম গোল উদযাপন করেন ২৮ বছর বয়সী এ ফরোয়ার্ড। এদিকে, অস্ট্রেলিয়া-ক্যামেরুন ম্যাচটিও ১-১ সমতায় নিষ্পত্তি হয়েছে।

রাশিয়ার কাজান অ্যারেনায় আর্সেনাল টিমমেট স্কোদ্রান মুস্তাফির ভুলের সুবাদে মাইলফলক ছোঁয়া গোল আদায় করে নেন সানচেজ। জার্মান ডিফেন্ডারের ভুল পাস থেকে বল পেয়ে আর্তুরো ভিদালের সঙ্গে ওয়ান-টুতে বক্সে ঢুকে মার্ক আন্দ্রে টার স্টেগেনকে পরাস্ত করেন। খেলা শুরুর ৬ মিনিটেই লিড পায় কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা।

প্রথমার্ধের চার মিনিট আগে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে ম্যাচে ফেরান ফরোয়ার্ড লার্স স্টিন্ডল। নির্ধারিত সময়ের আগে দু’দলের কেউই জয়সূচক গোলের দেখা পাননি। পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়।

আগামী রোববার (২৫ জুন) গ্রুপ পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে মোকাবেলা করবে চিলি। জার্মানিকে চ্যালেঞ্জ জানাবে ক্যামেরুন।

পয়েন্ট টেবিলে দুই ম্যাচ শেষে ১ জয় ও ১ ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে চিলি। সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে জার্মানি। সমান ১ পয়েন্টে তিনে অস্ট্রেলিয়া ও তলানিতে ক্যামেরুন। বাঁচামরার ম্যাচে দু’দলের সামনেও থাকছে সেমিতে ওঠার সুযোগ।

বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, ২৩ জুন, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।