ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রিয়াল ছাড়ার গুজব উড়িয়ে দিয়েছেন বেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৫ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
রিয়াল ছাড়ার গুজব উড়িয়ে দিয়েছেন বেল গ্যারেথ বেল/ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছাই নেই গ্যারেথ বেলের। জোর দিয়েই বলেছেন, গ্যালাকটিকোদের জার্সিতে আরও অধিক শিরোপা জেতার লক্ষ্যে দৃষ্টি রাখছেন। যদিও তার সান্তিয়াগো বার্নাব্যু ছাড়া নিয়ে নতুন করে গুঞ্জন উঠেছে। ওয়েলস তারকাকে দলে ভেড়াতে প্রস্তুত ম্যানচেস্টার ইউনাইটেড।

ফ্রেঞ্চ দৈনিক ‘এল’ইকুইপ’ এর বরাত দিয়ে ‘গোল ডট কম’ বলছে, ফরাসি স্ট্রাইকার কাইলিয়ান এমবাপ্পের খেলায় মুগ্ধ রিয়াল কোচ জিনেদিন জিদান। স্বদেশী উঠতি তারকাকে পেতে লস ব্লাঙ্কসদের ‘বিবিসি’ ত্রয়ী বেল-বেনজেমা-রোনালদোর মধ্যে একজনকে ছেড়ে দিতেও নাকি ইচ্ছুক ফ্রেঞ্চ কিংবদন্তি।

সাম্প্রতিক সময় জুড়ে মাদ্রিদে ক্রিস্টিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ স্পষ্ট। স্পেনে কর ফাঁকির অভিযোগ নিয়ে বেশ ক্ষুব্ধ পর্তুগিজ আইকন। অবশ্য রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ সাফ জানিয়ে দিয়েছেন, রোনালদোকে হাতছাড়া করার কোনো পরিকল্পনা তাদের নেই।

অন্যদিকে, বেলের প্রিমিয়ার লিগে প্রত্যাবর্তনের গুঞ্জন চলছেই। রোনালদোর সাবেক ক্লাব ম্যানইউকে ঘিরে আলোচনায় সরব ট্রান্সফার মার্কেট।

যাই হোক, ‍সান্তিয়াগো বার্নাব্যুতে প্রতিজ্ঞবদ্ধ বেল রিয়ালে সুখেই আছেন, ‘আমি সবচেয়ে বড় ক্লাব ও বিশ্বের সেরা ভক্তদের জন্য আরও অধিক শিরোপা জেতার জন্য ক্ষুধার্ত। ’

২০১৩ সালে টটেনহাম ছেড়ে সে সময়ের ট্রান্সফার ফি’র রেকর্ড গড়ে রিয়ালে পাড়ি জমান বেল। চার মৌসুমে তিনবার জিতেছেন ইউরোপ শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়নস লিগের শিরোপা। ২০১৬-১৭ মৌসুমে দীর্ঘ অপেক্ষার পর লা লিগার স্বাদ পেয়েছেন ২৭ বছর বয়সী এ উইঙ্গার।

স্প্যানিশ ‍জায়ান্টদের হয়ে এখন পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১৫০ ম্যাচে ৬৭টি গোল করেছেন বেল। এর মধ্যে ১০০ লিগ ম্যাচে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন ৫৪ বার।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ২৪ জুন, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।