ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ম্যারাডোনার কাছে ট্রাম্প ‘কার্টুন চরিত্র’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, জুলাই ৩, ২০১৭
ম্যারাডোনার কাছে ট্রাম্প ‘কার্টুন চরিত্র’ ছবি: সংগৃহীত / দিয়েগো ম্যারাডোনা এবং ডোনাল্ড ট্রাম্প

বিশ্বসেরা ফুটবলারের সমালোচনাতেও পিছপা হন না আর্জেন্টাইন ফুটবলের জাদুকর দিয়েগো ম্যারাডোনা। এবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পিছে লেগেছেন তিনি। সমালোচনা করতে গিয়ে ট্রাম্পকে ‘কার্টুন চরিত্র’ বলে শোরগোল ফেলে দিয়েছেন আর্জেন্টাইন এই সুপারস্টার।

সদ্য শেষ হওয়া কনফেডারেশন্স কাপের ফাইনাল দেখতে রাশিয়ায় অবস্থান করছিলেন ম্যারাডোনা। সেখানেই তিনি এমন মন্তব্য করেন।

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের অধিনায়কের কাছে রাশিয়ার সাংবাদিকরা তাদের দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যাপারে জানতে চান। সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে ম্যারাডোনা বলেন, ‘পুতিন অসাধারণ এক ব্যক্তিত্ব। যদি রাজনীতির কথা বলি, আমার কাছে ট্রাম্প একজন কার্টুন চরিত্র। যখন আমি তাকে টিভিতে দেখি, প্রত্যেকবার চ্যানেল বদলে দেই। ’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আচার-আচরণ ম্যারাডোনার কাছে বিরক্তিকর জানিয়ে তিনি যোগ করেন, ‘যুদ্ধ কোনো ভালো কিছু নয়। রাশিয়া, চীন অথবা উত্তর কোরিয়ার কথা কারো ভুলে যাওয়ার কথা নয়। যুক্তরাষ্ট্র কোনো মোড়ল দেশ নয়। আর তাদের প্রেসিডেন্টের আচার-আচরণ সত্যিই বিরক্তিকর। আপনি যখন ট্রাম্পের মতো কোনো কার্টুন চরিত্র দেখবেন তখন আপনি বুঝবেন যেন সবাই তার শত্রু। ’

রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন প্রসঙ্গে ম্যারাডোনা যোগ করেন, ‘হুগো শাভেজ ও ফিদেল ক্যাস্ট্রোর পর পুতিন, ড্যানিয়েল ওরতেগা আর ইভো মোরালেস শীর্ষ রাজনৈতিক নেতাদের মধ্যে অন্যতম। পুতিন হলেন বিশ্বের অনেকের মধ্যেই অন্যতম। ’

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ০৩ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।