ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল অনুষ্ঠিত

ধামরাই করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, জুলাই ৮, ২০১৭
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা নর্থ ব্যুরো: ঢাকার ধামরাইয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৮ জুলাই) বিকেলে দুই দলের ৪০ মিনিট করে খেলা কুশুরা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। খেলা পরিচালনা করেন বাফুফে স্বীকৃতি প্রাপ্ত রেফারি মো: রফিকুল ইসলাম, আলতাব হোসেন লাবু, আ: মান্নান সরকার।

প্রথমে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফাইনালে অংশ নেয় কুশুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খরারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা। নির্ধারিত ৪০ মিনিট খেলায় কোনো দলের গোল না হওয়ায় টাইব্রেকারের মাধ্যমে ৪-২ গোলে খরারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা বিজয়ী হয়।

দ্বিতীয় খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফাইনাল খেলায় অংশ নেয় বাস্তা সরকারি প্রথমিক বিদ্যালয় ও খরারচর প্রাথমিক বিদ্যালয়ের ছেলেরা। নির্ধারিত ৪০ মিনিটে কোনো গোল না হওয়ায় টাইব্রেকারের মাধ্যমে ১-০ গোলে বাস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করে।

এ সময় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা সংসদ সদস্য আলহাজ্ব এম এ মালেক উপস্থিত থেকে  বিজয়ী-বিজিত দুই দলকেই পুরস্কৃত করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ এনও) আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যার্টনী জেনারেল এ্যাড. মোহাম্মদ আলী, উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী মামুন রাশেদ, ধামরাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজী আব্দুল গণি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, ০৮ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।