ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ব্রাজিলে কর ফাঁকির মামলায় ‍মুক্ত নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
ব্রাজিলে কর ফাঁকির মামলায় ‍মুক্ত নেইমার ছবি: সংগৃহীত

ব্রাজিলে কর ফাঁকির অভিযোগ থেকে সম্পূর্ণভাবে মুক্ত বার্সেলোনা তারকা নেইমার। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা। একই অভিযোগে স্পেনের আদালতে চলমান মামলা থেকে মুক্তি মিলবে কিনা সেটিই এখন দেখার বিষয়!

২০১১ থেকে ২০১৪ এ সময়ের মধ্যে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস, বার্সেলোনা ও স্পন্সর থেকে আয়ের রিপোর্ট দেখাতে ব্যর্থ হওয়ায় গত বছর নেইমারকে ৫৬.৭ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছিল। এর বিরুদ্ধে আপিল প্রক্রিয়া সম্পন্ন করেছেন কোর্ট।

নেইমার সিনিয়র বলছেন, কোনো অনিয়ম প্রমাণিত না হওয়ায় নেইমারকে মুক্ত ঘোষণা করেছেন আদালত এবং এই মামলাটি এখন ‘অফিসিয়ালি বন্ধ’। বেশ উচ্ছ্বাসই ঝরেছে তার কণ্ঠে, ‘কর ফাঁকির অভিযোগ বাতিল করার খবর পেয়ে আমরা আনন্দিত। কার্যক্রম অানুষ্ঠানিকভাবে বন্ধ করা হয়েছে, এটা প্রতিটি আইনি কাজের ওপর আইনের বিধানের দিকটি প্রমাণ করেছে যেগুলো আমরা গ্রহণ করেছিলাম। ’

‘এই চার বছরে মিথ্যা অভিযোগে আমি, আমার পরিবার ও আমাদের কর্মচারীদের সবদিক থেকে অনেক ভুগতে হয়েছে। কিন্তু অনেক মানুয়ের সন্দেহ ছিল, আমাদের দেশে ন্যায়বিচার আছে। অভিযোগের পর অভিযোগ, একটার পর আরেকটা, সবকিছু আমাদের দৃঢ়তার কাছে পরাজিত হয়েছে। এটা পরিষ্কার যে আমরা এক পয়সাও ট্যাক্স ফাঁকি দিইনি। আশা করি এখন শুধুমাত্র নিজেদের কাজের দিকে মনোযোগ দিতে পারবো এবং আমি ও আমার পরিবার শান্তিতে থাকতে পারবে যেটা আমরা প্রত্যাশা করি। ’-যোগ করেন নেইমার সিনিয়র।

২০১৩ সালে সান্তোস ছেড়ে বার্সায় পাড়ি জমান ব্রাজিলিয়ান সেনসেশেন নেইমার। প্রকৃত ট্রান্সফার ফি লুকানোর অভিযোগের জের ধরে কর ফাঁকির অভিযোগ ওঠে। পরে তা আদালতে গড়ায়। দীর্ঘ সময় পর নিজ দেশে মুক্তি পেয়েছেন। এই রায়ের প্রভাব স্পেনের আদালতে পড়লে অবাক হওয়ার কিছু থাকবে না!

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, ২৬ জুলাই, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।