ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

দর্শকের দিকে তেড়ে যাওয়ার খেসারত দিতে হচ্ছে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৭
দর্শকের দিকে তেড়ে যাওয়ার খেসারত দিতে হচ্ছে ছবি: সংগৃহীত

গত সোমবার প্রিমিয়ার লিগে আরামবাগ-রহমতগঞ্জ ম্যাচে মেজাজ হারিয়ে ফেলেছিলেন আরামবাগের কোচ মারুফুল হক। দর্শকের দিকে তেড়ে যাওয়ার খেসারত দিতে হচ্ছে দেশের একমাত্র উয়েফা ‘এ’ সনদপ্রাপ্ত কোচকে।

রহমতগঞ্জের বিপক্ষে ৪-২ গোলে হেরে যাওয়ার পর আরামবাগের সমর্থকরা অকথ্য ভাষার গালি দেন মারুফুল হককে। পশ্চিম দিকের গ্যালারিতে আসা দর্শকরা মারুফুলকে অনবরত দুয়ো দিতে থাকেন।

তাতে গ্যালারির দিকে তেড়ে যান মারুফুল। দর্শকদের সাথে হাতাহাতিও হয়ে যায়।

বাফুফের ডিসিপ্লিনারি কমিটির চোখে যা শৃঙ্খলা ভঙ্গের সামিল। কমিটি তাকে আর্থিক জরিমানা করেছে। জরিমানার অঙ্কটা ৫০ হাজার টাকা। আগামী ৩০ দিনের মধ্যে (৫ সেপ্টেম্বর) বাফুফের কাছে সেটি জমা দিতে হবে তাকে।

জানা গেছে, উপস্থিত উশৃঙ্খল দর্শকরা মারুফুল হকের মৃত বাবা-মাকে নিয়ে গালাগালি দেওয়াতেই তেড়ে গিয়েছিলেন আরামবাগের এই কোচ। তবে, এভাবে ডাগআউট ছেড়ে কোচের গ্যালারিতে অগ্নিমূর্তিতে ছুটে যাওয়াটা অনেকে ভালো চোখে নেননি।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ০৫ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।